Howrah Fire

হাওড়ায় টোটো তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে আনল দমকলের দু’টি ইঞ্জিন

সোমবার সকাল ১০টা নাগাদ টোটো কারখানায় আগুন লাগে। কারখানায় মজুত ছিল ব্যাটারিচালিত শতাধিক ই-স্কুটি। যার মধ্যে প্রায় ৫০টি স্কুটি ভস্মীভূত হয়ে যায় সেই আগুনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫০
Share:

—নিজস্ব চিত্র।

হাওড়ায় কোনা হাই রোডে একটি টোটো তৈরির কারখানায় অগ্নিকাণ্ড। সোমবার সকাল ১০টা নাগাদ টোটো কারখানায় আগুন লাগে। কারখানায় মজুত ছিল ব্যাটারিচালিত শতাধিক ই-স্কুটি। যার মধ্যে প্রায় ৫০টি স্কুটি ভস্মীভূত হয়ে যায় সেই আগুনে। ঘটনাস্থলে আগুন নেভাতে দমকলের দু’টি ইঞ্জিন যায়।

Advertisement

দমকল সূত্রে খবর, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। দমকল আধিকারিক তপন মণ্ডল জানান, ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন লাগে। কারখানাটি বৈধ কি না, খতিয়ে দেখা হচ্ছে। কারখানার মালিক দীনেশ জালান জানিয়েছেন, সব রকম বৈধ কাগজপত্র আছে। আগুন নেভানোর ব্যবস্থাও ছিল। ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছিল। সেখান থেকে আগুন ছড়ায় কারখানায়। খবর পেয়ে লিলুয়া থানার পুলিশ এবং দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন সম্পূর্ন নিয়ন্ত্রণে আসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement