Foreshore Road

ফোরশোর রোডের বেহাল দশা কাটাতে উদ্যোগী হল উন্নয়ন পর্ষদ

বর্ষার পরে কলকাতাগামী লেনের অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছিল যে প্রতিদিনই লেগে থাকত দুর্ঘটনার ঝুঁকি। অবশেষে রামকৃষ্ণপুর ঘাটের সামনে প্রায় পাঁচশো মিটার রাস্তায় মেরামতির কাজ শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ০২:৪২
Share:

লকাতামুখী লেনে কাজ শুরু হয়েছে। — নিজস্ব চিত্র।

ফোরশোর রোডের দীর্ঘ দিনের বেহাল দশা কাটাতে অবশেষে উদ্যোগী হল কলকাতা পুর উন্নয়ন পর্ষদ। আপাতত কলকাতামুখী লেনে কাজ শুরু হয়েছে। তাই সকাল থেকেই যানজট বাড়ছে হাওড়াগামী লেনে।

Advertisement

হাওড়া স্টেশন বা ময়দান কিংবা দ্বিতীয় হুগলি সেতু বা কোনা এক্সপ্রেসওয়ে যেতে হলে এই রাস্তা অন্যতম। অধিকাংশ বাস, ছোটগাড়ি এমনকি শহরমুখী মালবাহী গাড়িও ফোরশোর রোড ধরেই যাতায়াত করে। দ্বিতীয় হুগলি সেতুর সঙ্গে সরাসরি সংযোগ থাকায় পথটির গুরুত্ব আরও বেশি।

বর্ষার পরে কলকাতাগামী লেনের অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছিল যে প্রতিদিনই লেগে থাকত দুর্ঘটনার ঝুঁকি। অবশেষে রামকৃষ্ণপুর ঘাটের সামনে প্রায় পাঁচশো মিটার রাস্তায় মেরামতির কাজ শুরু হয়েছে। সংস্কারের জন্য ওই অংশ বন্ধ থাকার কারণে এখন দুই দিকের গাড়িই চালানো হচ্ছে হাওড়াগামী লেন দিয়ে। ফলে সকাল থেকে রাত পর্যন্ত লেগে আছে বাড়তি যানজট।

Advertisement

পরিস্থিতি সামাল দিতে ছোটগাড়ি ও বাইককে রামকৃষ্ণপুর ঘাটের মোড় থেকে জিটি রোডের দিকে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। বাস, লরি, অটো ও টোটোর চাপ সামলাতেও হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে।

এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডিসি (ট্রাফিক) সুজাতা কুমারী বীণাপাণি বলেন, ‘‘রাস্তার কাজ শেষ না হওয়া পর্যন্ত ডাইভারশন রাখা ছাড়া উপায় নেই। তবে সাময়িক অসুবিধা কাটলেই যান চলাচল স্বাভাবিক হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement