Anis Khan

Anis Khan's Death: আনিস হত্যায় বিশেষ তদন্তকারী দল, ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা, নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘আনিসের ব্যাপারে আমি বলি সরকার নিরপেক্ষ তদন্ত করবে। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। দোষীদের ছেড়ে কথা বলা হবে না। জীবন ফিরিয়ে দিতে পারব না। সেটা তো আমার হাতে নেই। তবে পরিবার আমাদের উপর আস্থা রাখুক। অপরাধীর কোনও ক্ষমা নেই।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫১
Share:

আনিস খানের রহস্যমৃত্যুতে সিট গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। —ফাইল চিত্র।

ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল। ১৫ দিনের মধ্যে ওই তদন্তকারী দল রিপোর্ট জমা দেবে। সোমবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘আনিসের ব্যাপারে আমি বলি সরকার নিরপেক্ষ তদন্ত করবে। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। দোষীদের ছেড়ে কথা বলা হবে না। জীবন ফিরিয়ে দিতে পারব না। সেটা তো আমার হাতে নেই। তবে পরিবার আমাদের উপর আস্থা রাখুক। এর কোনও ক্ষমা নেই।’’

Advertisement

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তাঁর সঙ্গে পুলিশকর্তাদের সঙ্গে কথা হয়েছে। মমতার কথায়, ‘‘আনিসের সঙ্গে আমাদের যোগাযোগ ভাল ছিল। যাঁরা এখন টেলিভিশনে দর্শন দিতে গিয়েছেন তাঁরা জানেন জানেন না আনিস আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনি আমাদের হেল্পও করেছিলেন।’’

নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘আনিসের ব্যাপারে সরকার নিরপেক্ষ তদন্ত করবে। ডিজি-র সঙ্গে গতকাল আমার কথা হয়েছে। ইতিমধ্যেই আমি নির্দেশ দিয়েছি। তাঁরা ফরেনসিক রিপোর্টের ব্যবস্থা করেছেন। এই ঘটনা দুর্ভাগ্যজনক। কারও মৃত্যু আমাদের কাছে কাম্য নয়।’’ মমতার কথায়, ‘‘আনিসের সঙ্গে আমাদের যোগাযোগ ভাল ছিল। যাঁরা এখন টেলিভিশনে দর্শনধারী হতে গিয়েছেন তাঁরা জানেন না আনিস আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। আমাকে অনেক সাহায্যও করেছেন নির্বাচনে। কাজেই ও আমাদের খুব প্রিয় ছেলে।’’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আনিস-কাণ্ডে সিট তৈরি হবে। মুখ্যসচিব ডিজি-র আওতায় ওই সিট তৈরি করবেন। যেখানে সিআইডি-ও থাকবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘যেই দোষী হোক না কেন তদন্ত সম্পূর্ণ ভাবে নিরপেক্ষ হবে। আমিও যদি দোষী হই তা হলে আমাকেও ছেড়ে কথা বলা হবে না। আমি এ সব ব্যাপারে এমনই রাফ অ্যান্ড টাফ। পরিবারকেও বলব, আপনারা বিশ্বাস রাখুন। জীবন আমি ফিরিয়ে দিতে পারব না। আশা করি সকলে বুঝবেন, কেউ ইচ্ছা করে এ সব কাজ করে না। যেই করে থাকুক এর কোনও ক্ষমা নেই। সরকার নিরপেক্ষ ভাবে তদন্ত করে ১৫ দিনে রিপোর্ট জমা দেবে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন