লিলুয়ায় নিহত যুবক সৌভিক দত্ত। —নিজস্ব চিত্র।
হাওড়ার লিলুয়ায় গণেশ পুজোর বচসায় খুন। এক যুবককে গলার নলি কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ। রাতেই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছুরি।
লিলুয়ার পটুয়াপা়ড়ার ঘটনা। সেখানকার শিশু ও তরুণ সমাজ ক্লাবের উদ্যোগে গণেশ পুজোর আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ সেখানে বচসা শুরু হয়। ক্লাবের লোকজন দেখতে পেয়েছিলেন, এক যুবককে মারধর করা হচ্ছে। থামাতে এগিয়ে যান সৌভিক দত্ত (২৬)। তিনি ওই এলাকারই বাসিন্দা। অভিযোগ, এর পর তাঁর সঙ্গেও বচসা বেঁধে যায়। আচমকা ছুরি চালিয়ে দেন অভিযুক্ত অমিত রায়চৌধুরী। ছুরি তাঁর পকেটেই ছিল।
ছুরি দিয়ে সৌভিককে একাধিক বার কোপ মারা হয়েছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে প়ড়লে ওই ছুরি চালিয়ে দেওয়া হয় তাঁর গলায়। কেটে দেওয়া হয় গলার নলি। আশঙ্কাজনক অবস্থায় সৌভিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় লিলুয়া থানার পুলিশ। অভিযুক্তকে তারা গ্রেফতার করে। ছুরিটিও তাঁর কাছ থেকেই পাওয়া গিয়েছে। ধৃতকে শুক্রবার হাও়়ড়া জেলা আদালতে হাজির করানো হবে। কী কারণে বচসা, কেন এই খুন, তা রপুলিশ খতিয়ে দেখছে। আগে থেকেই সৌভিক এবং অমিত একে অপরের পরিচিত ছিলেন কি না, তাঁদের মধ্যে কোনও শত্রুতা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। গোটা এলাকায় শোকের আবহ।