নিয়ন্ত্রণ ডানকুনিতে, বন্ধ শ্রীরামপুর কোর্ট

আংশিক লকডাউন জারি হল ডানকুনি শহরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ১৭ জুলাই ২০২০ ০৬:০৪
Share:

ফাইল ছবি।

Advertisement

পুরসভার পর এ বার শ্রীরামপুরে বন্ধ হল আদালত, পূর্ত দফতরের অফিসও।একই ব্যবস্থা জিরাট বাজারে।

করোনা দ্রুত জাল বিছোচ্ছে হুগলিতে। মোকাবিলায় নানা ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ডানকুনি পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, আজ, শুক্রবার থেকে ৩১ জুলাই পর্যন্ত শহরে আনাজ এবং মাছের বাজার বসবে না। পাড়ায় পাড়ায় ভ্যানে করে আনাজ-মাছ যাবে। সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত মুদিখানা এবং অন্য দোকান খোলা থাকবে। তবে ওষুধ, দুধের মতো জরুরি পণ্যের দোকানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই। অল্প সংখ্যক কর্মী নিয়ে পুরসভার কাজও চলবে। জনসাধারণের জন্য পুরসভা খোলা থাকবে সোম, বুধ এবং শুক্রবার।

Advertisement

পুর প্রশাসক হাসিনা শবনম বলেন, ‘‘এখনও পর্যন্ত এখানে ২৮ জন আক্রান্ত হয়েছেন। কেউ হাসপাতালে ভর্তি নেই। সংক্রমণ রুখতেই আংশিক লকডাউনের সিদ্ধান্ত।’’

সরকারি সূত্রের খবর, মঙ্গলবার মহকুমাশাসকের দফতরের দুই কর্মীর করোনা রিপোর্ট পজ়িটিভ আসে। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সংক্রমণ রুখতে বুধবার থেকে কেবলমাত্র জরুরি প্রয়োজন এমন কর্মীদের নিয়ে দফতরের কাজ চলছে। এ দিন প্রশাসনিক ভিডিয়ো কনফারেন্সে জেলাশাসক ওয়াই রত্নাকর রাও সরকারি দফতরের কর্মীদের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপের নির্দেশ দেন।

পরিস্থিতি পর্যালোচনা করে জেলা বিচারক বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার থেকে শ্রীরামপুর আদালতের কাজকর্ম বন্ধের নির্দেশ দিয়েছেন। গ্রেফতার করে আনা লোকজনের ফাইল (রিমান্ড ফাইল) বাদে বাকি বিচারবিভাগীয় সমস্ত কাজ বন্ধ থাকবে। এ দিন থেকেই সাত দিনের জন্য শহরের অমূল্যকানন এলাকায় পূর্ত দফতরের সহকারী ইঞ্জিনিয়ারের অফিসও বন্ধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দফতরের এক কর্মী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

করোনাকে জব্দ করতে বলাগড়ের জিরাট স্টেশন বাজার ১০ দিন বন্ধ রাখা হচ্ছে। প্রশাসন সূত্রের খবর, জিরাট পঞ্চায়েত ভবন সংলগ্ন একটি বাড়ির তিন জন আক্রান্ত হওয়ায় তাঁদের পান্ডুয়ায় ‘সেফ হাউসে’ পাঠানো হয়েছে। সংক্রমিতদের এলাকায় যাতায়াত ছিল। সেই কারণে বুধবারই পঞ্চায়েত কর্তৃপক্ষ স্থানীয় ব্যবসায়ী সমিতি এবং বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করেন। উপপ্রধান অশোক দাস জানান, আলোচনায় ঠিক হয়, বৃহস্পতিবার বেলা ১২টা থেকে আগামী ২৫ জুলাই পর্যন্ত স্টেশন বাজার বন্ধ থাকবে। ভ্যানে আনাজ বিক্রি হবে। সাইকেলে মাছ যাবে পাড়ায় পাড়ায়। মুদি দোকান খোলা থাকবে। সংক্রমিতদের বাড়ি গণ্ডিবদ্ধ করা হয়েছে।

আরামবাগেও করোনা ছড়াচ্ছে। এ দিন সকালে আরামবাগ কোভিড হাসপাতালে উত্তরপাড়ার এক করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ায় বুধবার রাতে বছর তেষট্টির ওই বৃদ্ধকে ভেন্টিলেশনের জন্য আরামবাগে আনা হয়। কিন্তু বাঁচানো যায়নি। স্বাস্থ্য দফতর জানিয়েছে, আরামবাগ হাসপাতালে সাধারণ ওয়ার্ডের রোগীদের মধ্যে ১৩ জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে। পুরসভার এক কর্মী-সহ বিভিন্ন ওয়ার্ডে ১২ জন আক্রান্ত হয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন