ট্রাকেই নষ্ট হল মাছ, আনাজ

সোমবার রাতে গ্যাস দুর্ঘটনার ফলে মুম্বই রোডে সার সার দাঁড়িয়ে যায় মাছ ও আনাজ বোঝাই ট্রাক। এর ফলে মঙ্গলবার সকালে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতার অনেক বাজারেই মাছ, এবং আনাজ সময়ে পৌঁছতে পারেনি।

Advertisement

নুরুল আবসার ও আনন্দ মণ্ডল

বাগনান ও তমলুক শেষ আপডেট: ১৪ জুন ২০১৭ ০১:৪৬
Share:

থমকে: যানজটে আটকে রয়েছে অ্যাম্বুল্যান্সও। —নিজস্ব চিত্র।

গত কয়েক বছরে এত বড় যানজট দেখেনি মুম্বই রোড।

Advertisement

সোমবার রাতে গ্যাস দুর্ঘটনার ফলে মুম্বই রোডে সার সার দাঁড়িয়ে যায় মাছ ও আনাজ বোঝাই ট্রাক। এর ফলে মঙ্গলবার সকালে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতার অনেক বাজারেই মাছ, এবং আনাজ সময়ে পৌঁছতে পারেনি।

অন্যান্য দিনে রাত ১০টার পরে পূর্ব মেদিনীপুরের কাঁথি, ওড়িশার বালেশ্বর-সহ বিভিন্ন এলাকা থেকে মাছ ভর্তি ট্রাক হাওড়া জেলার বিভিন্ন আড়তে ঢুকতে শুরু করে। ভোর তিনটে থেকে সেই আড়তগুলিতে মাছ বিক্রি শুরু হয়। কিন্তু সোমবার রাতে সেই নিয়মের ব্যতিক্রম হয়। মাছের আড়তগুলিতে নির্দিষ্ট সময়ে খুচরো বিক্রেতারা চলে এলেও মাছের ট্রাক এসে পৌঁছয়নি। মঙ্গলবার বেলা বাড়ার পরে অবশ্য কিছু ট্রাক আড়তগুলিতে আসে। কিন্তু ততক্ষণে অনেক খুচরো বিক্রেতাই ফিরে গিয়েছেন। কুলগাছিয়ার এক আড়তদার প্রশান্ত ঘোষ বলেন, ‘‘দেরিতে মাছ আসায় আমরা এ দিন ব্যবসা করতে পারিনি। অনেক ক্ষতি হয়ে গিয়েছে।’’

Advertisement

পূর্ব মেদিনীপুরের বিভিন্ন আড়তেও এ দিন মাছ দেরিতে এসে পৌঁছয়। মেচেদা মাছ বাজারের ব্যবসায়ী অশোক কোলে বলেন, ‘‘মাছ বোঝাই চারটি ট্রাক সোমবার রাত ১০টা নাগাদ হাওড়া জেলার সাঁকরাইল, আমতা, রানিহাটি, শ্যামপুর এবং কলকাতার কয়েকটি বাজারের উদ্দেশে রওনা হয়েছিল। বাগনানের আগে ট্রাকগুলি যানজটে আটকে যায়। সকাল ৮ টা নাগাদ সেগুলি মেচেদায় ফিরে আসে।’’ তাঁর দাবি, চারটি ট্রাকে ১২ টন মাছ ছিল। যার দাম প্রায় ১৫ লক্ষ টাকা। সব মাছ ফিরে এসেছে। সেগুলি বরফ দিয়ে সংরক্ষণ করতে হবে। ফলে খরচ বাড়বে। তাঁর আশঙ্কা, সেই মাছ বুধবার হয়তো কম দামে বিক্রি
করতে হবে।

শুধু মাছ নয়, যানজটের কারণে ক্ষতি হয়েছে আনাজ ও ফল ব্যবসায়ীদেরও। নদিয়ার রানাঘাট থেকে ট্রাক বোঝাই করে কাঁচা আম পাঁশকুড়া আনাজ বাজারে নিয়ে আসছিলেন অলক কুণ্ডু। ট্রাকটি সোমবার রাত ১০টা নাগাদ পাঁশকুড়ায় পৌঁছানোর কথা থাকলেও সেটি পৌঁছায় মঙ্গলবার সকাল ১০টায়। অলকবাবু বলেন, ‘‘সময়মতো পৌঁছলে পাইকারি বাজারে ১৬ টাকা কেজি দরে আম বিক্রি হতো। এ দিন সেটি বিক্রি করতে হয়েছে ১০ টাকা কেজি দরে।’’

বর্ধমান, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা থেকেও আনাজ বোঝাই কয়েকশো ট্রাক বাগনানের যানজটে আটকে যায়। সেগুলিও সময়ে আড়তে পৌঁছতে পারেনি। পাঁশকুড়া স্টেশন বাজার কৃষিপণ্য ব্যবসায়ী সমিতির সম্পাদক মানিক দে বলেন, ‘‘বিভিন্ন জেলা থেকে আনাজ-ফল বোঝাই ট্রাকগুলি রাত ৯টা থেকে ১০টার মধ্যে পাঁশকুড়া বাজারে আসে। কিন্ত সোমবার রাতে মুম্বই রোডে যানজটের জন্য অধিকাংশ আনাজ-ফল বোঝাই ট্রাক পাঁশকুড়ায় ঢুকতে পারেনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন