বৃষ্টিতে ভাসল আরামবাগ

ঘণ্টাখানেকের বৃষ্টিতে ভাসল আরামবাগ শহরের বিভিন্ন এলাকা। শনিবার করুণা মার্কেট-সহ পুর এলাকার বিভিন্ন বাণিজ্যিক ভবনের ভিতর জল ঢুকে যায়। পুরসভার ১৮টি ওয়ার্ডেই কম-বেশি জল জমে যায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ, প্রশাসনিক নজরদারির অভাবে জলাশয়ে ছাই-সহ বর্জ্য পদার্থ ফেলা চলছে। ফলে জেল বেরোনোর পথ বন্ধ হয়ে গিয়েছে। আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দীর দাবি, ‘‘ভূগর্ভস্থ নিকাশি নালার কাজ শেষ হলে অসুবিধা থাকবে না। আপাতত পাম্পের সাহায্যে নেওয়া হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৫ ০০:৫৩
Share:

ঘণ্টাখানেকের বৃষ্টিতে ভাসল আরামবাগ শহরের বিভিন্ন এলাকা। শনিবার করুণা মার্কেট-সহ পুর এলাকার বিভিন্ন বাণিজ্যিক ভবনের ভিতর জল ঢুকে যায়। পুরসভার ১৮টি ওয়ার্ডেই কম-বেশি জল জমে যায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ, প্রশাসনিক নজরদারির অভাবে জলাশয়ে ছাই-সহ বর্জ্য পদার্থ ফেলা চলছে। ফলে জেল বেরোনোর পথ বন্ধ হয়ে গিয়েছে। আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দীর দাবি, ‘‘ভূগর্ভস্থ নিকাশি নালার কাজ শেষ হলে অসুবিধা থাকবে না। আপাতত পাম্পের সাহায্যে নেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement