Coronavirus

হাওড়ায় করোনা আক্রান্ত দেড় হাজার ছুঁইছুঁই

প্রশাসন সূত্রের খবর, এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬০২।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২০ ০১:৪৮
Share:

প্রতীকী ছবি।

হাওড়া এবং হুগলি দুই জেলাতেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। পরিসংখ্যান বলছে, হাওড়ায় সংক্রমণের বাড়বাড়ন্তে লাগাম পরার লক্ষণ নেই। মঙ্গলবার জেলা প্রশাসন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা ১৪৫৭ জন। এর মধ্যে পরিযায়ী শ্রমিক ৩০১ জন।

Advertisement

হুগলিতে আক্রান্তে সংখ্যা ছ’শোর ঘরে পৌঁছেছে। প্রশাসন সূত্রের খবর, এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬০২। সোম এবং মঙ্গলবার শ্রীরামপুর, বৈদ্যবাটী, চুঁচুড়া, চাঁপদানি, বলাগড় প্রভৃতি জায়গা থেকে মোট ১০ জন করোনা আক্রান্তকে শ্রীরামপুর শ্রমজীবী কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ওই দশ জনের মধ্যে এক তরুণী এবং দুই বৃদ্ধা রয়েছেন।

এই দু’দিনে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দুই মহিলা-সহ ২০ জন বাড়ি ফিরেছেন। তাঁদের মধ্যে ৭ জন তারকেশ্বর, ৪ জন খানাকুলের বাসিন্দা। এ ছাড়াও শ্রীরামপুর, রিষড়া, চাঁপদানি, উত্তরপাড়ার বাসিন্দা রয়েছেন ওই তালিকায়। হুগলি জেলা প্রশাসনের আধিকারিকদের দাবি, পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করার পর থেকেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement