গঙ্গায় তলিয়ে গেল কিশোর

ফুটবল খেলার পরে বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। সে এ বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে হাওড়ার সালকিয়ায় নতুন মন্দির ঘাটে। ডুবুরি নামিয়ে‌ এ দিন দিনভর তল্লাশির পরেও রাহুল ভট্টাচার্য নামে ওই কিশোরের সন্ধান মেলেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৭ ০২:৪৪
Share:

ফুটবল খেলার পরে বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। সে এ বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে হাওড়ার সালকিয়ায় নতুন মন্দির ঘাটে। ডুবুরি নামিয়ে‌ এ দিন দিনভর তল্লাশির পরেও রাহুল ভট্টাচার্য নামে ওই কিশোরের সন্ধান মেলেনি। পুলিশ জানিয়েছে, ওই কিশোরের বাড়ি সালকিয়ার বাবুডাঙার কৈবর্ত্য পাড়ায়। আচমকা জোয়ার এসে যাওয়ায় তার টানেই ওই কিশোর তলিয়ে গিয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে স্কুলের বন্ধুদের সঙ্গে স্থানীয় সংঘশ্রী ক্লাবের মাঠে ফুটফল খেলতে গিয়েছিল রাহুল। খেলার পর ছ’বন্ধু মিলে সামনেই নতুন মন্দির ঘাটে গঙ্গায় স্নান করতে নেমেছিল। পুলিশ জানায়, প্রথম দফায় স্নান করার পর তারা উঠে এসেছিল। গঙ্গায় তখন ভাটা চলায় ঘাটের সামনে খুব কাদা ছিল। পা কাদায় মাখামাখি হয়ে যাওয়ায় সকলে তাই ফের গঙ্গায় নামে। তখনই ঘটে যায় দুর্ঘটনা। আচমকা গঙ্গায় জোয়ার এসে যায়। বাকিরা কোনও রকমে উঠে ঘাটে আসতে পারলেও সকলের চোখের সামনে ভেসে যেতে থাকে রাহুল। এক বন্ধু ঝাঁপিয়ে পড়ে রাহুলকে বাঁচাবার চেষ্টা করেও ব্যর্থ হয়।

এ দিন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে ঘটনার কথা মনে করতেই কেঁপে উঠছিল অরবিন্দ ঘোষ নামে রাহুলের এক বন্ধু ও ঘটনার অন্যতম সাক্ষী। অরবিন্দ বলে, ‘‘আমরা ঘাটের সামনেই পা ধুচ্ছিলাম। রাহুল ফের গঙ্গায় নেমেছিল। তখনই জোয়ার আরম্ভ হল। দেখি রাহুল জোয়ারের তোড়ে ভেসে যাচ্ছে। আমি ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু ওকে বাঁচাতে পারিনি।’’ এই ঘটনার পরে প্রথমে পুলিশ এসে ঘাটের সামনে খোঁজাখুঁজি করে। পরে ডুবুরি নামিয়েও খোঁজা হয়। কিন্তু রাত পর্যন্ত রাহুলের সন্ধান মেলেনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন