বিচারককে বদলির দাবিতে হাইকোর্টে চিঠি

বিচারক মন্দাক্রান্তা সাহাকে সাত দিনের মধ্যে বদলির দাবিতে সোমবার কলকাতা হাইকোর্টের কাছে চিঠি পাঠালেন শ্রীরামপুর আদালতের আইনজীবীরা। ওই দাবিতে এ দিন দুপুরে আদালত চত্বরে মিছিলও করেন তাঁরা। সূত্রের খবর, এ দিনও এজলাসে এসেছিলেন মন্দাক্রান্তাদেবী। আইনজীবীরা কেউ সেখানে যাননি। ফলে, সাধারণ মানুষের ভোগান্তি অব্যাহত। নিজেদের দাবিতে আইনজীবীরা অনড় থাকায় বিচারপ্রার্থীদের ভোগান্তি কবে কমবে, তা পরিষ্কার নয়। আইনজীবীদের যৌথ সংগ্রাম কমিটির মুখপাত্র রঞ্জন সরকার বলেন, “আমরা হাইকোর্টকে চিঠি পাঠিয়েছি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ০০:১৮
Share:

বিচারক মন্দাক্রান্তা সাহাকে সাত দিনের মধ্যে বদলির দাবিতে সোমবার কলকাতা হাইকোর্টের কাছে চিঠি পাঠালেন শ্রীরামপুর আদালতের আইনজীবীরা। ওই দাবিতে এ দিন দুপুরে আদালত চত্বরে মিছিলও করেন তাঁরা।

Advertisement

সূত্রের খবর, এ দিনও এজলাসে এসেছিলেন মন্দাক্রান্তাদেবী। আইনজীবীরা কেউ সেখানে যাননি। ফলে, সাধারণ মানুষের ভোগান্তি অব্যাহত। নিজেদের দাবিতে আইনজীবীরা অনড় থাকায় বিচারপ্রার্থীদের ভোগান্তি কবে কমবে, তা পরিষ্কার নয়। আইনজীবীদের যৌথ সংগ্রাম কমিটির মুখপাত্র রঞ্জন সরকার বলেন, “আমরা হাইকোর্টকে চিঠি পাঠিয়েছি। ওই বিচারককে সাত দিনের মধ্যে বদলি করা না হলে রাজ্য জুড়ে আন্দোলন হবে।”

ওই আদালতের জট যাতে দ্রুত কাটে, সেই দাবি তুলেছেন মেদিনীপুরের আইনজীবীরাও। মেদিনীপুরের আইনজীবী সংগঠন ‘বার অ্যাসোসিয়েশন মেদিনীপুর’-এর দাবি, হাইকোর্ট এ নিয়ে হস্তক্ষেপ করুক। সোমবার শহরে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের সম্পাদক দেবীদাস মহাপাত্র রাজ্য বার কাউন্সিলের কাছেও এই আর্জি রেখেছেন।

Advertisement

শ্রীরামপুর মহকুমা আদালতের দেওয়ানি বিচারক (সিনিয়র ডিভিশন) মন্দাক্রান্তাদেবী দুর্ব্যবহার করেন, এই অভিযোগ তুলে গত ৭ জানুয়ারি থেকে তাঁর এজলাস বয়কট করে চলেছেন আইনজীবীরা। সাক্ষ্য দিতে আসা লোকজনকেও বিক্ষোভকারীদের বাধার মুখে পড়তে হয়। মন্দাক্রান্তাদেবীর সঙ্গে বিরোধের বিষয়টি নিয়ে গত শনিবার জেলার সবক’টি আদালতের আইনজীবীরা বৈঠকে বসেছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়, আগামী দিনে আন্দোলনের রূপরেখা তৈরি করতে একটি স্টিয়ারিং কমিটি করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement