rain

সরছে না কালো মেঘ, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা

পশ্চিমি ঝঞ্ঝার সঙ্গে পূবালী হাওয়ার সংঘাতের জেরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৪
Share:

সকাল থেকেই অঝোরে বৃষ্টি, বসন্তে অকাল বর্ষা নেমে এল রাজ্যে। —নিজস্ব চিত্র।

রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। কোথাও কোথাও ঘণ্টায় ৪৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আলিপুর আবহওয়া দফতর এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মৎসজীবীদের সমুদ্র যেতে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

Advertisement

পশ্চিমি ঝঞ্ঝার সঙ্গে পূবালী হাওয়ার সংঘাতের জেরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতির খুব একটা উন্নতি হবে না। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে।

Advertisement

আরও পড়ুন: গরম-শীতল হাওয়ায় দেখা হল ফাল্গুনে

ঝড়ে-বজ্রপাতে মৃত ৫

এ দিন সকাল থেকেই আকাশের মুখ ভার। দুপুরে এক দফায় ঝমঝমিয়ে বৃষ্টিও হয়ে গিয়েছে। তার জেরে কলকাতায় গাড়ির গতি শ্লথ হয়ে গিয়েছিল গুরুত্বপূর্ণ কিছু রাস্তায়। এখনই বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। ফের ঝেঁপে বৃষ্টি শুরু হতে পারে। রবিবার রাত রাজ্যের বিভিন্নপ্রান্তে বৃষ্টি শুরু হয়। আগামী বৃহস্পতিবারের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

(দুই বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা খবর, 'বাংলার' খবর পড়ুন আমাদের রাজ্য বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement