Advertisement
২৭ মে ২০২৪

ঝড়ে-বজ্রপাতে মৃত ৫

ছুটির রাত থেকে দফায় দফায় প্রব‌ল ঝড়বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জনজীবন বিপর্যস্ত হয়ে যায়। ঝড় ও বজ্রপাতের জেরে মৃত্যু হয় পাঁচ জনের।

দুর্যোগ: নিজস্ব চিত্র

দুর্যোগ: নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৩৬
Share: Save:

ছুটির রাত থেকে দফায় দফায় প্রব‌ল ঝড়বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জনজীবন বিপর্যস্ত হয়ে যায়। ঝড় ও বজ্রপাতের জেরে মৃত্যু হয় পাঁচ জনের। গাছ ভেঙে পড়ায় বিঘ্নিত হয় ট্রেন চলাচল। অবরুদ্ধ হয়ে পড়ে অনেক রাস্তা।

সোমবার ভোরে বাজ পড়ে মারা যায় মল্লিকা নস্কর (১৬) নামে বারুইপুরের এক মাধ্যমিক পরীক্ষার্থী। পশ্চিম মেদিনীপুরের দু’জায়গায় মাঠে কাজ করার সময় বাজ পড়ে মারা যান শেখ হাবিবুর রহমান (৫৫) ও রাম মান্ডি (৫০)। ঝড়খালি আইপ্যাডের কাছে লঞ্চঘাটে দুর্যোগের মধ্যে ভুটভুটি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে অভিষেক পন্ডা (২১) নামে এক পর্যটকের। পুরুলিয়ার বোরো থানার পাশে রবিবার রাতে সংকীর্তনের আসরের শামিয়ানা ঝড়ে উড়ে যায়। নীচে পড়ে প্রদীপ তন্তুবায় (৪৫) নামে কীর্তন-দলের এক জনের মৃত্যু হয়।

উত্তরপাড়ায় তারে গাছ পড়ে ট্রেন থমকে যায়। দমদম স্টেশনে তারে গাছ পড়ায় ডানকুনি শাখাতেও ট্রেন চলাচল বিঘ্নিত হয়। শিয়ালদহ ডিভিশনে বাতিল হয়েছে ছ’‌জোড়া ট্রেন। সোনারপুর ও বজবজ শাখায় ওভারহেড তারে বিদ্যুৎ না-থাকায় আটকে যায় ট্রেন। উলুবেড়িয়ায় প্ল্যাটফর্মের টিনের চাল উড়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE