সরকারি হাসপাতালে ফার্মাসিস্টের প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন এক মহিলা। তাঁকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে হাসপাতালেরই গ্রুপডি কর্মীর বিরুদ্ধে। উত্তর ২৪ পরনার গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে হাসপাতালের ওই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
নির্যাতিতার অভিযোগের সূত্রে জানা গিয়েছে, বনগাঁ পুলিশ জেলার গাইঘাটা থানার চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে গত ৩ ডিসেম্বর ফার্মাসিস্টের প্রশিক্ষণ নিতে যান ওই মহিলা। মহিলার অভিযোগ, সোমবার তিনি যখন দন্ত চিকিৎসা বিভাগের শৌচালয়ে গিয়েছিলেন, তখন হাসপাতালের গ্রুপ ডি এক কর্মী শ্লীলতাহানি করেন তাঁর।
আরও পড়ুন:
‘নির্যাতিতা’র আরও অভিযোগ, শৌচালয় থেকে তিনি যখন বেরিয়ে আসেন, তখনও তাঁর উদ্দেশে অশালীন মন্তব্য করেন ওই কর্মী। এর পরেই ‘নির্যাতিতা’ গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।