মেদিনীপুর সদর বিএলআরও দফতরের মধ্যেই আক্রান্ত হলেন এক অস্থায়ী কর্মী। জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে এক দুষ্কৃতী দফতরের ভিতরে ঢুকে ওই কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। ওই হামলায় মাথা ফেটে গিয়েছে তাঁর। গুরুতর জখম অবস্থায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মেদিনীপুর পুলিশ। তবে এই ঘটনায় দুষ্কৃতী এখনও অধরা।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টে নাগাদ মেদিনীপুর সদর বিএলআরও দফতরে ঢুকে আসতু মল্লিক নামে এক অস্থায়ী কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী। ঘটনায় হকচকিয়ে যান বিএলআরও দফতরের বাকি কর্মীরা। কিছু বোঝার আগেই দ্রুত দফতর ছেড়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় ওই কর্মীকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে। এখনও পর্যন্ত এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা না হলেও, ভূমি রাজস্ব দফতরের আধিকারিকেরা মেদিনীপুর কোতোয়ালি থানায় যোগাযোগ করেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে ভূমি রাজস্ব দফতরের কর্মীদের মধ্যে।
আরও পড়ুন:
এই ঘটনার পর বিএলআরও বলেন, “অফিস চত্বরে অস্থায়ী কর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশকে জানিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।”