—প্রতীকী চিত্র।
অবৈধ ভাবে দীর্ঘ কয়েক বছর ধরে ভারতে বসবাস করার অভিযোগে আফগানিস্তানের তিন নাগরিককে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ। অভিযোগ, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও বিদেশি ওই নাগরিকেরা কলকাতাতেই থেকে গিয়েছিলেন।
পুলিশ সূত্রে খবর, ধৃতেরা ভারতীয় পরিচয়পত্র তৈরি করিয়ে মহানগরেই বসবাস করছিলেন বলে সন্দেহ। ধৃতদের নাম সাহেব খান, আবদুল্লা খান ও জ়লত খান। নিরাপত্তা নিয়ন্ত্রণ সংস্থার কাছ থেকে অভিযোগ পেয়ে ওই তিন জন বিদেশি নাগরিককে গ্রেফতার করে কলকাতা পুলিশ। উল্লেখ্য, এর আগেও পুলিশি অভিযানে ধরা পড়েছিলেন বেশ কয়েক জন অবৈধ নাগরিক। বাংলাদেশ থেকে বেআইনি ভাবে অনুপ্রবেশ করতে গিয়েও ধরা পড়েছেন অনেকে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে জানতে চাওয়া হচ্ছে তাঁরা কী ভাবে বা কার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র তৈরি করিয়েছিলেন।