পিকনিক করতে আসা লোকজনকে ‘মারধর’

ব্যারাকপুরে পিকনিক করতে গিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত হলেন কলকাতার একদল বাসিন্দা। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, মুচিপাড়ার কয়েক জন এ দিন ব্যারাকপুর গাঁধীঘাটে পিকনিক করতে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share:

—প্রতীকী ছবি।

ব্যারাকপুরে পিকনিক করতে গিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত হলেন কলকাতার একদল বাসিন্দা। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, মুচিপাড়ার কয়েক জন এ দিন ব্যারাকপুর গাঁধীঘাটে পিকনিক করতে যান। স্থানীয় এক ডেকরেটরের থেকে চেয়ার-টেবিল নিয়েছিলেন তাঁরা। দলের এক সদস্য সুরজিৎ ঘোষের অভিযোগ, তাঁদের ভাঙা চেয়ার-টেবিল দেওয়া হয়। আপত্তি জানালে বলা হয়, কম ভাড়া নেওয়া হবে। কিন্তু সন্ধ্যায় ফেরত নেওয়ার সময়ে তাঁদের চেয়ার-টেবিলের দাম দিতে বলা হয়। সুরজিৎবাবুরা রাজি না হলে ডেকরেটর সংস্থার এক জনের ফোনে জনা কুড়ি যুবক চলে আসেন। অভিযোগ, তাঁরা পিকনিক দলের লোকেদের বেধড়ক মারধর করেন। গাড়িতে ভাঙচুর চালানো হয়। হেনস্থা করা হয় মহিলাদের। থানায় মারধর এবং যৌন নিগ্রহের অভিযোগ করেছেন সুরজিৎবাবুরা। পুলিশ তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement