Jadavpur Incident

বিবাহিত জেনে সম্পর্ক ভাঙেন প্রেমিকা, সেই রাগেই বাড়িতে চড়াও! এখনও অধরা যাদবপুরের গুলিকাণ্ডের অভিযুক্ত

জানা গিয়েছে, অভিযুক্তের নাম রবি ভরদ্বাজ। বিহারের বাসিন্দা হলেও কর্মসূত্রে থাকতেন বেঙ্গালুরুতে। সেখানেই আলাপ হয় যাদবপুরের ওই যুবতীর সঙ্গে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৭:১৬
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

যাদবপুরে বাড়িতে ঢুকে প্রাক্তন প্রেমিকাকে লক্ষ্য করে গুলি চালানোর পর থেকে এখনও খোঁজ মেলেনি অভিযুক্ত যুবকের। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে কোথায় গা-ঢাকা দিয়েছেন, তা এখনও জানা যায়নি। আদৌ এ রাজ্যে আছেন, না কি পালিয়েছেন পড়শি রাজ্য বিহারে?

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্তের নাম রবি ভরদ্বাজ। বিহারের বাসিন্দা হলেও কর্মসূত্রে থাকতেন বেঙ্গালুরুতে। সেখানেই তাঁর ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা ছিল তাঁর। সেই বেঙ্গালুরুতে কর্মসূত্রে যান যাদবপুরের বিজয়গড়ের ওই যুবতী। সেখানেই রবির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তবে হঠাৎই ওই যুবতী জানতে পারেন, রবি বিবাহিত। এই নিয়ে দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন ওই যুবতী।

সম্পর্কে বিচ্ছেদ মেনে নিতে পারেননি রবি। অভিযোগ, বেঙ্গালুরুতে থাকাকালীনই যুবতীর উপর হামলা করেন তিনি। এমনকি, জেলও খাটেন। এই ঘটনার পর বেঙ্গালুরু ছেড়ে কলকাতায় ফিরে আসেন ওই যুবতী। সোমবার রাতে তাঁর বাড়িতে চড়াও হন রবি। আচমকা ওই যুবতীকে লক্ষ্য করে সিঙ্গল শটার থেকে গুলি চালান। তবে সেই গুলি কারও গায়ে লাগেনি।

Advertisement

ঘটনাটি নিয়ে শোরগোল শুরু হতেই বাড়ি ছেড়ে পালিয়ে যান রবি। খবর পেয়ে ঘটনা সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করে যাদবপুর থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement