—প্রতিনিধিত্বমূলক ছবি।
আবার কলকাতায় অগ্নিকাণ্ড। বুধবার দুপুরে বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপা এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। বাইপাসের ধারে এক প্লাস্টিক কারখানার গুদামে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, কারখানার আশপাশের বেশ কয়েকটি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়েরা।
স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, বুধবার দুপুরে ধাপা এলাকার ওই কারখানার গুদামে প্রথমে আগুন লাগে। ওই গুদামে অনেক প্লাস্টিকজাত দ্রব্য মজুত ছিল। তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। তবে সময়মতো দমকল না-আসায় আগুন বেশি ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
তবে দমকল সূত্রে খবর, খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় চারটি ইঞ্জিন। বেলা ৩টের কিছু পরে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। আগুন নজরে আসার পর প্রথমে স্থানীয় বাসিন্দারাই পুকুর থেকে জল তুলে আগুন নেবানোর কাজ শুরু করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায়, তা ছড়িয়ে পড়ে পাশের ঝুপড়িতে। বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের। কী ভাবে ওই গুদামে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলকর্তারা জানান, এখন আগুন নিয়ন্ত্রণে আনাই প্রধান কাজ। তার পরে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে।
চলতি বছরে এই নিয়ে তিন বার ইএম বাইপাস লাগোয়া এলাকায় অগ্নিকাণ্ড ঘটল। গত ২৬ এপ্রিল ধাপার কাছে একটি ট্রান্সফর্মারে বিস্ফোরণ হয়ে আগুন লেগে গিয়েছিল। দমকলের ১৫টি ইঞ্জিনের প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগে গত ১৫ ফেব্রুয়ারি ইএম বাইপাসের ধারে আরুপোতায় একটি গ্যারেজে আগুন লেগেছিল। গ্যারাজে দাঁড় করানো একাধিক গাড়ি পুড়ে গিয়েছিল ওই অগ্নিকাণ্ডে। ফেব্রুয়ারি মাসের ওই অগ্নিকাণ্ডের সময় আচমকা গ্যারাজ থেকে ধোঁয়া বার হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কাছে গেলে দেখতে পান, গাড়ি জ্বলছে। পর পর বেশ কয়েকটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়েছিল।