এখনও বেরোচ্ছে মৃতদেহ, নির্মাণ সংস্থার ধৃত ৩ কর্তা পুলিশ হেফাজতে

উড়ালপুল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ২৬। শনিবার সকালে আরও দু’টি মৃতদেহ পাওয়া গিয়েছে ধ্বংসস্তূপের তলা থেকে। শুক্রবার রাত পর্যন্ত দেওয়া সরকারি হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ছিল ২৪।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৬ ১৩:২৫
Share:

উড়ালপুল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ২৬। শনিবার সকালে আরও দু’টি মৃতদেহ পাওয়া গিয়েছে ধ্বংসস্তূপের তলা থেকে। শুক্রবার রাত পর্যন্ত দেওয়া সরকারি হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ছিল ২৪।

Advertisement

দুর্ঘটনাস্থল থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করেছিল এ দিন সকালে। একটি মন্দিরের সামনে জমে থাকা ধ্বংসস্তূপের দিক থেকেই ওই দুর্গন্ধ আসছিল। জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, দমকল বাহিনী এবং কলকাতা পুলিশের কর্মীরা ওই অংশে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেন। বেলা সাড়ে ১১টা নাগাদ দু’টি মৃতদেহ উদ্ধার হয় সেখান থেকে। উড়ালপুলের ধ্বংসাবশেষের অনেকটাই এখনো সরানো বাকি। সেটা সরানো হলে আরও মৃতদেহ মিলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ দিকে সেতু বিপর্যয়-কাণ্ডে গ্রেফতার হওয়া নির্মাণ সংস্থার তিন কর্তাকে আজ আদালতে তোলা হয়। ন’দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে চাঁদের। খুনের মামলা দায়ের হয়েছে তিন জনের বিরুদ্ধেই।

Advertisement

আরও পড়ুন:
এই থামের ওপর সেতু! শিউরে ওঠেন ইঞ্জিনিয়ার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement