Calcutta Tram Users Association

‘ইতিহাসের সাক্ষী’কে বাঁচাতে চান ট্রামপ্রেমীরা

ট্রাম সংরক্ষণের দাবি জানিয়ে এ বার রাস্তায় নামতে চায় ‘কলকাতা ট্রাম ইউজ়ার্স অ্যাসোসিয়েশন’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২০ ০০:০১
Share:

প্রতীকী ছবি।

ট্রাম সংরক্ষণের দাবি জানিয়ে এ বার রাস্তায় নামতে চায় ‘কলকাতা ট্রাম ইউজ়ার্স অ্যাসোসিয়েশন’। রবিবার সকালে কালীঘাট ডিপোর সামনে একটি সভারও আয়োজন করেছে ট্রামপ্রেমী নাগরিকদের ওই সংগঠন।

Advertisement

ওই সংগঠনের সদস্যদের বক্তব্য, শহরের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বহু ঘটনার নিঃশব্দ সাক্ষী এই ট্রাম। এমনকি, ১৯৪০ সালে তৈরি কাঠের ট্রামগুলি এখ‌নও রয়েছে শহরের বিভিন্ন ডিপোয়। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে রোদে-জলে সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে। ঐতিহাসিক এই যান সংরক্ষণের জন্য একটি সংগ্রহশালা তৈরির দাবি তুলেছেন তাঁরা। যেখানে ট্রামের প্রতিটি মডেল বা শ্রেণির অন্তত একটি করে নমুনা সংরক্ষণ করা যাবে।

ট্রামপ্রেমীদের দাবি, ট্রামের কারণে শহরের রাস্তায় যানজট হয়, এমন দাবি অযৌক্তিক। সংগঠনের সভাপতি দেবাশিস ভট্টাচার্য বলেন, ‘‘পৃথিবীর অন্যান্য দেশে আবার ট্রাম পরিষেবা ফিরে আসছে। কিন্তু কলকাতায় ট্রামগুলি অবহেলায় নষ্ট হচ্ছে। ’’

Advertisement

ট্রামপ্রেমীদের আরও দাবি, শহরের বুকে ‘হেরিটেজ’ ভ্রমণ করানোর জন্যও বহু ইতিহাসের সাক্ষী এই যানকে ব্যবহার করা যেতে পারে। তাঁদের বক্তব্য, পুরনো দিনের ট্রামগুলি পুরোপুরি নষ্ট হয়ে গেলে শহরের পরিবহণ ব্যবস্থার ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে যাবে। তাই ট্রাম সংরক্ষণের দাবিতে সভার আয়োজন করছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন