বিধাননগরে ফের আক্রান্ত সিপিএম, বৈশাখীতে হামলায় জখম ৩

ভোটের আগে ফের বিধাননগরে হামলার মুখে সিপিএম। শুক্রবার দুপুরে সল্টলেকের বৈশাখী মোড়ে বহিরাগতদের নিয়ে সিপিএম কর্মীদের ব্যাপক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় জখম হয়েছেন তিন জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৫ ১৫:১৪
Share:

বৈশাখীতে হামলার বিবরণ দিচ্ছেন বাম প্রার্থী ও কর্মীরা। ছবি: সৌভিক দে।

ভোটের আগে ফের বিধাননগরে হামলার মুখে সিপিএম। শুক্রবার দুপুরে সল্টলেকের বৈশাখী মোড়ে বহিরাগতদের নিয়ে সিপিএম কর্মীদের ব্যাপক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় জখম হয়েছেন তিন জন।

Advertisement

সিপিএমের তরফে দাবি করা হয়েছে, বহিরাগতদের সঙ্গে নিয়ে এ দিন তাঁদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। স্থানীয় সিপিএম কর্মীরা জানালেন, দলের কয়েকজন কর্মী-সমর্থক বৈশাখী মোড়ে দাঁড়িয়ে এ দিন নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন। কয়েক জন স্থানীয় তৃণমূল কর্মী কিছু বহিরাগত দুষ্কৃতীকে নিয়ে ঘটনাস্থলে হাজির হন এবং বাম কর্মীদের মারধর করতে বলেন। বামেরা এলাকা দখলের জন্য বৈশাখী মোড়ে জড়ো হয়েছে বলে দাবি করে বহিরাগতরা চড়াও হন বলে সিপিএমের অভিযোগ। ব্যাপক মারধরে তিন জন জখম হন। বিধাননগর উত্তর থানায় দলের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল অবশ্য অভিযোগ নস্যাৎ করে জানিয়েছে, ভোটের জন্য কোনও বহিরাগত দুষ্কৃতীকে তাদের প্রয়োজন নেই।

বিধাননগর পৌর নিগমের বিভিন্ন এলাকাতেই তৃণমূল সন্ত্রাস শুরু করেছে বলে সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব এ দিন দাবি করেছে। তাঁদের অভিযোগ, শুক্রবার বৈশাখীর ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। বৃহস্পতিবার রাত থেকেই সিপিএম কর্মী-সমর্থকদের উপর হামলা হচ্ছে বলে তাঁদের দাবি। রাতে এফসি ব্লকে গৌতম দেবের পুত্র সপ্তর্ষির উপর হামলার কথা আগেই প্রকাশ্যে এসেছে। এই রকম হামলা অধিকাংশ ওয়ার্ডেই চালানো হয়েছে বলে অভিযোগ। দত্তাবাদ এলাকায় বহিরাগতরা বৃহস্পতিবার রাত থেকে তাণ্ডব শুরু করেছে বলেও বামেদের দাবি। তাঁরা বলছেন, দত্তাবাদে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের শাসানো হয়েছে। বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে গোটা বিধাননগরে দাপিয়ে ভোটের আগেই তৃণমূল সন্ত্রাসের পরিবেশ কায়েম করতে চায়, বলছেন সিপিএম নেতারা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন