নিম্নচাপের জেরে বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। —ফাইল চিত্র।
দুর্গাপুজোর শেষ দিকে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগেই তা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বলা হয়েছিল, দশমীর দিন ভারী বৃষ্টি হতে পারে। সেই মতো বৃহস্পতিবার কলকাতায় জারি করা হল কমলা সতর্কতা। একাধিক জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। দশমীতে শেষবেলায় আরও কিছু ঠাকুর দেখে নেওয়ার পরিকল্পনা থাকলে তা মাটি হতে পারে। কারণ, বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়েছে। ধীরে ধীরে তা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ছিল, তা গত কয়েক ঘণ্টায় আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে এবং গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই সময় তার বেগ ছিল ১৭ কিলোমিটার প্রতি ঘণ্টা। আপাতত গভীর নিম্নচাপ অবস্থান করছে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে, অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে ১৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, ওড়িশার গোপালপুর থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব, পুরী থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণ, বিশাখাপত্তনম থেকে ২৫০ কিলোমিটার পূর্বে এবং পারাদ্বীপ থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে। বৃহস্পতিবার রাতের মধ্যে গভীর নিম্নচাপ আকারে তা ওড়িশা-অন্ধ্র উপকূলবর্তী গোপালপুর এবং পারাদ্বীপের মধ্যবর্তী এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে।
নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। এ ছাড়া, বৃহস্পতিবার হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। চলবে রবিবার পর্যন্ত।
বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইবে। ঝড় হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। এর ফলে সমুদ্র উত্তাল থাকবে। শুক্রবারের পর সমুদ্রে হাওয়ার দাপট কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।
রবিবার পর্যন্ত উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। শুক্র ও শনিবার এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। ওই দু’দিন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহেও হতে পারে ভারী বর্ষণ। এ ছাড়া রবিবার উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি কম।