IndiGo

উইন্ডশিল্ডে ফাটল, কলকাতায় বিমানের জরুরি অবতরণ

বিমানটিতে মোট ১৭৮ জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই সুস্থ এবং নিরাপদে আছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০১৮ ১৫:৪৯
Share:

ফাইল চিত্র।

টেক অফের কিছু ক্ষণের মধ্যেই উইন্ডশিল্ডে ফাটল নজরে আসে। আর তার পরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন পাইলট। কোনও রকম ঝুঁকি না নিয়েই বেঙ্গালুরুগামী বিমানটিকে দমদম বিমান বন্দরে জরুরি অবতরণ করানো হয়।

Advertisement

এটিসি সূত্রে খবর, রবিবার সকাল সওয়া ১০টা নাগাদ ইন্ডিগোর বেঙ্গালুরুগামী বিমানটি দমদম বিমান বন্দর থেকে রওনা হয়েছিল। বিমান বন্দর সূত্রে খবর, এটিসির অনুমতি মেলার পরই জরুরি ভিত্তিতে ১০.৩৪ মিনিট নাগাদ অবতরণ করে বিমানটি। বিমানটিতে মোট ১৭৮ জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই সুস্থ এবং নিরাপদে আছেন।

সম্প্রতি বার বার খবরের শিরোনামে উঠে এসেছে ইন্ডিগো বিমান সংস্থার নাম। কখনও মশা কামড়ানোর অভিযোগ করায় নামিয়ে দেওয়া হয় যাত্রীকে, কখনও আবার ইঞ্জিন বিভ্রাটের দরুণ যাত্রী হয়রানি। এর সঙ্গে যুক্ত হল উইন্ডশিল্ডে ফাটলজনিত কারণে জরুরি অবতরণের এই ঘটনা।

Advertisement

আরও পড়ুন: মাধ্যমিকে ভাল ফল করায় স্মার্টফোন, ছাত্রীর আত্মহত্যার কারণ হল সেটাই

আরও পড়ুন: বিপদ জেনেও পেটের দায়ে নিরুপায় ওঁরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন