তিনের গেরোয় শহর

পুলিশের দাবি, এই তিনের জেরে তৈরি হওয়া যানজট কাটতে রাত গড়িয়ে গিয়েছে। ফলে বিকেলে অফিস থেকে ফিরতেও বেগ পেতে হয়েছে আমজনতাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৭ ০২:১৩
Share:

প্রতী কী ছবি।

মিছিল, ট্রামের তার ছিঁড়ে পড়া এবং উড়ালপুলে গাড়ি বিকল হওয়া। এই ত্র্যহস্পর্শে মঙ্গলবার সকাল থেকে বিকেল মহানগরে বার বার অবরুদ্ধ হল যানবাহনের গতি। নাকাল হলেন সাধারণ মানুষ।

Advertisement

পুলিশের দাবি, এই তিনের জেরে তৈরি হওয়া যানজট কাটতে রাত গড়িয়ে গিয়েছে। ফলে বিকেলে অফিস থেকে ফিরতেও বেগ পেতে হয়েছে আমজনতাকে।

এ দিন দুপুরে চিটফান্ড সাফারার্স অ্যাসোসিয়েশনের একটি মিছিল বেরোয় হাওড়া স্টেশন থেকে। একই সময়ে ওই সংগঠনেরই আর একটি মিছিল বেরোয় শিয়ালদহ ও সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। সবগুলিরই গন্তব্য ছিল রানি রাসমণি অ্যাভিনিউ। মিছিলের জন্য বেশ কিছু রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেয় পুলিশ। কিন্তু তার মধ্যেই সংগঠনের সদস্যেরা প্রথমে ওয়েলিংটন মোড় অবরোধ করেন। পরে লেনিন সরণি দিয়ে মিছিল যাওয়ায় গাড়ি ঘোরানোর পরিকল্পনা বিশেষ কাজে লাগেনি। কয়েক হাজার লোকের মিছিলে গোটা এলাকা গাড়ির ফাঁসে আটকে পড়ে।

Advertisement

মিছিল শুরু হওয়ার আগে তিন বার গাড়ি খারাপ হয় এজেসি বসু উড়ালপুলে। তার জেরে পার্ক সার্কাসগামী সব গাড়ির গতিও শ্লথ হয়ে যায়। যানজট হয় আলিপুর, ভবানীপুরের বিভিন্ন রাস্তায়।

এই জোড়া ধাক্কা সামলানোর পর পরই বিকেলে ময়দানের কাছে ছিঁড়ে যায় ট্রামের তার। বন্ধ হয়ে যায় ডাফরিন রোড, নিউ রোড এবং মেয়ো রোডে গাড়ি চলাচল। যান চলাচল স্বাভাবিক করতে রীতিমতো বেগ পেতে হয় ট্র্যাফিক পুলিশের অফিসার-কর্মীদের। কর্তব্যরত এক পুলিশকর্মীর কথায়, মিছিল তো ছিলই। গোদের উপরে বিষফোড়ার মতো ট্রামের তার ছিঁড়ে যাওয়া এবং বৃষ্টি সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন