কলকাতা পুরসভা। —ফাইল চিত্র।
শারদোৎসবের আগেই বিজ্ঞাপন নীতি কঠোর করল কলকাতা পুরসভা। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে যে কোনও ধরনের বিজ্ঞাপন লাগানোর উপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুরসভা। বুধবার সন্ধ্যায় পুরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মেয়র ফিরহাদ হাকিম এবং মেয়র পারিষদ দেবাশিস কুমারের অনুমতিক্রমে একটি নির্দেশ জারি করা হচ্ছে। সেই নির্দেশে বলা হয়েছে, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে কোনও ধরনের বিজ্ঞাপনের ব্যানার, ফ্লেক্স, হোল্ডিং লাগানো যাবে না। অতিরিক্ত বিজ্ঞাপনের ব্যানার, ফ্লেক্স, হোডিং লাগানোর কারণে বাইপাসে দুর্ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই সাধারণ মানুষকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে কলকাতা পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভা জানিয়েছে, লক্ষ করা যাচ্ছে যে উৎসবের মরসুমকে কাজে লাগিয়ে বেশ কিছু পুজো কমিটি, ক্লাব এবং সংস্থা বাইপাসে যথেচ্ছ বিজ্ঞাপনের হোর্ডিং, ব্যানার, ফ্লেক্স লাগাচ্ছ। এর ফলে বাইপাসের রাস্তায় দুর্ঘটনার প্রবণতা বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখেই বাইপাসে এই ধরনের বিজ্ঞাপন লাগানো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কোনও পুজো কমিটি, ক্লাব কিংবা বিজ্ঞাপনদাতা যদি কলকাতা পুরসভার অনুমতি ছাড়া বাইপাসে নিজেদের বিজ্ঞাপনের হোর্ডিং, ব্যানার, ফ্লেক্স ইত্যাদি লাগান তা হলে তাদের কলকাতা পুরসভার আইন অনুযায়ী শাস্তির সম্মুখীন হতে হবে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু শাস্তি নয়, আর্থিক জরিমানার মুখেও পড়তে হতে পারে সংশ্লিষ্ট সংস্থাকে।
কলকাতা পুরসভার এক আধিকারিক জানাচ্ছেন, গত একমাস যাবত কলকাতা পুরসভার কাছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে মাত্রাতিরিক্ত বিজ্ঞাপনের হোডিং, ফ্লেক্স, ব্যানার লাগানোর অভিযোগ আসছিল। তাতে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে যে পরিমাণ যানবাহন চলাচল করে তাদের অসুবিধা হচ্ছিল বলেই জেনেছিলেন মেয়র সহ মেয়র পারিষদরা। বুধবার কলকাতা পুরসভায় মেয়র পারিষদদের বৈঠক বসে। সেই বৈঠকের পরেই এই বিজ্ঞপ্তি জারি করে বাইপাসে বিজ্ঞাপনের হোর্ডিং, ব্যানার, ফ্লেক্স লাগানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।