Kolkata Metro

Kolkata Metro: ট্রেন বাড়লেও পুজোয় রাতভর চলবে না মেট্রো

পুজো মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে এ বারও গত বছরের মতো  নিষেধাজ্ঞা থাকছে। তাই মেট্রোয় চড়ে পুজো দেখতে বেরোনোর সুযোগ সে ভাবে থাকছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২১ ০৭:২৫
Share:

ফাইল চিত্র।

পুজোর মুখে, আগামী সোমবার থেকে মেট্রোয় ফের বাড়ছে ট্রেনের সংখ্যা। তবে, পুজোর দিনগুলিতে সারা রাত যে মেট্রো চলবে না, তা এক রকম নিশ্চিত। করোনা পরিস্থিতিতে রাজ্য সরকার আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছে। যদিও সেই নির্দেশিকায় পুজোর সময়ে, আগামী ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত নৈশ কার্ফুতে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে।

Advertisement

পুজো মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে এ বারও গত বছরের মতো নিষেধাজ্ঞা থাকছে। তাই মেট্রোয় চড়ে পুজো দেখতে বেরোনোর সুযোগ সে ভাবে থাকছে না। উৎসবের সময়ে মেট্রোয় যাত্রীদের ভিড় কিছুটা বাড়লেও তা স্বাভাবিক সময়ের চেয়ে অনেকটাই কম হবে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। প্রাক্-করোনা পরিস্থিতিতে অন্যান্য বছর পুজোর সময়ে দৈনিক গড়ে সাড়ে ছ’লক্ষ যাত্রী মেট্রোয় চড়তেন। পুজোর ঠিক আগে চতুর্থী বা পঞ্চমীতে মেট্রোয় যাত্রীদের ভিড় সাড়ে আট থেকে ন’লক্ষের চূড়াও স্পর্শ করত। এখন মেট্রোয় দৈনিক যাত্রী-সংখ্যা আড়াই-তিন লক্ষের মধ্যেই ঘোরাফেরা করছে।

পুজোর সময়ে মণ্ডপে ঢোকার সুযোগ না থাকায় সারা রাত রাস্তায় ভিড় বিশেষ থাকবে না বলেই ধারণা মেট্রোকর্তাদের। তাই রাতের দিকে লোকাল ট্রেনের সংখ্যাও সে ভাবে বাড়বে না বলে রেল সূত্রের খবর। সরকারি বাস রাস্তায় থাকলেও এ বার নিগমগুলির নিজস্ব উদ্যোগে পুজো পরিক্রমার কোনও আয়োজন থাকছে না। সব কিছু মাথায় রেখে রাতের মেট্রোর সময় বড়জোর দু’-এক ঘণ্টা বাড়ানো হতে পারে বলে খবর।

Advertisement

পুজোর দিনগুলিতে কত সংখ্যক মেট্রো চালানো হবে, তা নিয়ে আগামী সপ্তাহের শুরুতে সিদ্ধান্ত
নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী বলেন, ‘‘রাজ্য সরকার এবং উচ্চ আদালতের চূড়ান্ত নির্দেশিকা দেখেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন