Molestation is Kolkata

রাতের কলকাতায় গাড়ির মধ্যে তরুণীর শ্লীলতাহানি! ময়দানের কাছে ফেলে দিয়ে পালিয়ে যান অভিযুক্ত, তদন্ত শুরু পুলিশের

গাড়ির মধ্যে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল কলকাতায়। শুক্রবার রাতের ওই ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় এক অভিযুক্তের সঙ্গে তরুণীর আগে থেকে পরিচয় ছিল বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৮:০৪
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে রয়েছে আইনি নিষেধাজ্ঞা। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল কলকাতায়। প্রগতি ময়দান থানা এলাকা থেকে জোর করে তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে গাড়ির মধ্যে তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পরে ময়দানে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যান অভিযুক্ত। প্রাথমিক তরুণীর সঙ্গে কথা বলে এমনটাই জানতে পেরেছে পুলিশ। বর্তমানে ওই তরুণী এক হাসপাতালে ভর্তি রয়েছেন।

Advertisement

তরুণীর অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। পূর্ব কলকাতার বাসিন্দা, আনুমানিক ২৫ বছর বয়সি ওই তরুণীকে শুক্রবার রাতে ময়দান এলাকায় কাঁদতে দেখে পুলিশের টহলদারি দল। পরে প্রগতি ময়দান থানায় গিয়ে অভিযোগ জানান তরুণী। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে ওই তরুণী জানিয়েছেন, একটি গাড়ির মধ্যে তাঁর শ্লীলতাহানি করা হয়েছে।

Advertisement

সূত্রের খবর, তরুণী জানিয়েছেন, শুক্রবার রাতে তিনি বাস ধরার জন্য যাচ্ছিলেন। সেই সময়েই সায়েন্স সিটির কাছে থেকে একটি গাড়িতে তাঁকে তোলা হয়। গাড়িটিতে সেই সময় তিন জন ছিলেন। পরে ওই গাড়িটি ময়দান এলাকায় যায় এবং সেখানেই গাড়ির মধ্যে তাঁর শ্লীলতাহানি করা হয়। এর পরে তরুণীকে ময়দান নামিয়ে দিয়ে পালিয়ে যান অভিযুক্ত। সেই সময়েই তাঁকে দেখতে পায় পুলিশের টহলদারি দল। পরে তাঁর বয়ানের ভিত্তিতে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে প্রগতি ময়দান থানায়।

তরুণীকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সূত্রের খবর, তাঁর শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তরুণীর বয়ানের পাশাপাশি অভিযোগের সঙ্গে সম্পর্কিত অন্য তথ্যগুলিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। খতিয়ে দেখা হচ্ছে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজও। এক জন অভিযুক্ত ওই তরুণীর পূর্ব পরিচিত বলে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে। কয়েক মাস আগে তাঁর সঙ্গে আলাপ হয়েছিল তরুণীর। অভিযোগকারী তরুণীকে কোনও মাদকদ্রব্য সেবন করানো হয়েছিল কি না, তা-ও তদন্তের আওতায় রাখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement