Park Street Land Slide

পার্ক স্ট্রিটে ধস! দুর্ঘটনা রুখতে গার্ড রেল দিয়ে রাস্তা ঘিরল পুলিশ, বৃষ্টিই কি কারণ, খুঁজছে পুরসভা

বৃষ্টিতে শহরের একাধিক রাস্তায় জমেছে জল। বহু রাস্তার অবস্থা বেহাল। সেই আবহে শনিবার রাত ৯টা নাগাদ হঠাৎ করে ধস নামে পার্ক স্ট্রিটে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ০২:০৯
Share:

রাস্তার যে অংশে ধস নেমেছে সেই খানে আগেও গর্ত হয়েছিল। ছবি: সংগৃহীত।

হঠাৎ করে ধস নামল পার্ক স্ট্রিটে। দুর্ঘটনা রুখতে সতর্ক পুলিশ শনিবার রাতে অ্যালেন পার্ক এলাকায় রাস্তা গার্ড রেল দিয়ে ঘিরে রেখেছে।

Advertisement

বৃষ্টিতে শহরের একাধিক রাস্তায় জমেছে জল। বহু রাস্তার অবস্থা বেহাল। সেই আবহে শনিবার রাত ৯টা নাগাদ হঠাৎ করে ধস নামে পার্ক স্ট্রিটে। রাস্তার মাঝে তৈরি হয় বড়সড় গর্ত। ওই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য গাড়ি চলাচল করে। ব্যস্ত রাস্তায় হঠাৎ ধসের কারণে স্বাভাবিক ভাবেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর যায় পুরসভা ও স্থানীয় থানায়। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন কলকাতা পুরসভার দুই আধিকারিক। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হয়। দুর্ঘটনা রুখতে ওই এলাকা গার্ড রেল দিয়ে ঘিরে রেখেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, রাস্তার যে অংশে ধস নেমেছে সেই খানে আগেও গর্ত হয়েছিল। তবে তা তুলনামূলক ভাবে ছোট ছিল। তখন মেরামত করাও হয়েছিল। পুর কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে মনে করছেন, লাগাতার বৃষ্টির জেরেই ধসের ঘটনা ঘটেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement