পুলিশকে কিল, চড়, গ্রেফতার আইনজীবী

পুলিশ জানিয়েছে, সোমবার, ষষ্ঠীর দুপুরে ঘটনাটি ঘটেছে গড়িয়াহাট মোড় ও ফার্ন রো়ড সংযোগস্থলের মধ্যে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ০১:১৮
Share:

—প্রতীকী ছবি।

রাস্তায় উর্দিধারী পুলিশকে ধরে কিল-চড় মেরে চলেছেন এক ব্যক্তি। সেই দৃশ্য দেখেই ঘটনাস্থলে থাকা অটোচালকেরা দৌড়ে গিয়ে খবর দেন গড়িয়াহাট মোড়ে থাকা পুলিশকর্মীকে। তাঁরা জানান, এক পুলিশকর্মীকে বেধড়ক মারধর করা হচ্ছে। তাঁকে উদ্ধার করতে হবে।

Advertisement

পুলিশ জানিয়েছে, সোমবার, ষষ্ঠীর দুপুরে ঘটনাটি ঘটেছে গড়িয়াহাট মোড় ও ফার্ন রো়ড সংযোগস্থলের মধ্যে। ওই ঘটনায় পুলিশকর্মীকে মারধরের অভিযোগে ঘটনাস্থল থেকেই এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম দীপাঞ্জন সেন। তিনি পেশায় আইনজীবী বলে পুলিশ জানিয়েছে।

কী হয়েছিল এ দিন?

Advertisement

পুলিশ সূত্রের খবর, চতুর্থী থেকেই দক্ষিণের পুজো মণ্ডপগুলিতে ভিড় জমতে শুরু করেছে। ষষ্ঠীর সকালে সেই ভিড় ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে, বেলা একটু গড়াতেই গড়িয়াহাট এবং তার আশপাশের পুজো মণ্ডপগুলিতে ভিড় বাড়তে শুরু করে। ফলে সকাল থেকেই ওই এলাকায় ভিড় সামলাতে পুলিশকে বেশ তৎপর থাকতে হয়েছে। গড়িয়াহাট মোড়ে যাতে যানজট না হয়, তার জন্য গত কয়েক দিন ধরেই কোনও বাস বা গাড়িকে মোড়ে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। বিশেষ করে, বাসগুলি নিয়ম ভেঙে মোড় থেকেই যাত্রী তোলে বলে। এ দিনও সেই একই ভাবে ভিড় ও ট্র্যাফিক সামলাচ্ছিলেন পুলিশকর্মীরা।

এ দিন গড়িয়াহাট মোড় ও ফার্ন রো়ড সংযোগস্থলের মাঝখানে ডিউটি করছিলেন ইস্ট ট্র্যাফিক গার্ডের হোমগার্ড সৈকত দে। বেলা সওয়া ১২টা নাগাদ বাইপাসমুখী একটি বাস স্টপের আগেই দাঁড়িয়ে লোকজন তুলছে দেখে এগিয়ে যান সৈকতবাবু। বাসটি যাতে এগোয়, তার জন্য নিজের হাতে থাকা লাঠি দিয়ে বাসের গায়ে বেশ কয়েক বার মারেন তিনি। পুলিশ জানিয়েছে, সেই সময়ে বাসের পিছনে নিজের স্কুটারে যাচ্ছিলেন দীপাঞ্জন সেন। অভিযোগ, আচমকা দীপাঞ্জনবাবু সৈকতবাবুর উপরে রেগে যান এবং নেমে এসে তাঁকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন। তিনি সৈকতবাবুর উর্দিও ছিঁড়ে দেন বলে অভিযোগ।

পুলিশকর্মীকে মারধর করতে দেখে ঘটনাস্থলে থাকা অটোচালকেরা দৌড়ে যান এবং গড়িয়াহাট মোড়ে থাকা পুলিশকর্মীদের বিষয়টি জানান। খবর পেয়ে সাউথ-ইস্ট ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট রাজেশ্বর রায় ঘটনাস্থলে এসে সৈকতবাবুকে ওই মারমুখী ব্যক্তির হাত থেকে উদ্ধার করেন। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় দীপাঞ্জনবাবুকে।

পুলিশ জানিয়েছে, পুলিশকে উর্দি পরা অবস্থায় মারধর এবং সরকারি কাজে বাধা দানের অভিযোগে দীপাঞ্জনবাবুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে সৈকতবাবুকে তিনি কেন হঠাৎ মারধর করতে গেলেন, তা এখনও স্পষ্ট নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন