Mamata Banerjee

রাজ্যের ১০ কোটি মানুষই স্বাস্থ্যসাথী পেলে আমি খুশি হব, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

দুয়ারে সরকার কর্মসূচিতে এখনও পর্যন্ত ১ কোটি ৩০ লক্ষেরও বেশি মানুষকে পরিষেবা প্রদান করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ১৫:০৫
Share:

নবান্নে বই প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। —নিজস্ব চিত্র

‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে নবান্ন থেকেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রকল্পের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে এই অনুষ্ঠান। নবান্ন থেকে এই দুই প্রকল্পের নামে দুই বইও প্রকাশ করেছন মমতা।

Advertisement

রাজ্যের দাবি, দুয়ারে সরকার কর্মসূচি অভাবনীয় সাফল্য পেয়েছে। সেই বিষয়টি বিশ্বের দরবারে তুলে ধরা হবে। দুয়ারে সরকার কর্মসূচিতে মোট ১২টি প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। এখনও যাঁরা নাম নথিভুক্ত করেননি, পঞ্চম দফার ক্যাম্পে গিয়ে এখনও তাঁরা নাম লেখাতে পারবেন।
দেখুন ভিডিয়ো:

নবান্নের দাবি, দুয়ারে সরকার কর্মসূচিতে এখনও পর্যন্ত ১ কোটি ৩০ লক্ষেরও বেশি মানুষকে পরিষেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে শুধু স্বাস্থ্যসাথী প্রকল্পেই ৭৬ লক্ষ মানুষ নাম নথিভুক্ত করেছেন। এ ছাড়া পাড়ায় সমাধান প্রকল্পে এখনও পর্যন্ত ১০ হাজারেরও বেশি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

Advertisement

মমতার বক্তব্য:

• এখনও কেউ কোনও সরকারি প্রকল্পের সুবিধা না পেলে যাতে এখানে নাম নথিভুক্ত করিয়ে সেই সুবিধা পান, তার জন্যই ‘দুয়ারে সরকার’ কর্মসূচি নেওয়া হয়েছে

• সেই সমস্যা সমাধানের জন্যই বাড়ির দুয়ারে প্রশাসনকে নিয়ে যাওয়া হয়েছে

• তার পরেও বিশেষ কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে মানুষের

• আমরা জেলায় জেলায় প্রশাসনকে নিয়ে গিয়ে সমস্যা শুনেছি, সমাধানের চেষ্টা করেছি

• মানুষের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে

• জেলাশাসক, মহকুমাশাসকরা খুব ভাল কাজ করেছেন, কিন্তু আরও কাজ করতে হবে, কাজের কোনও শেষ নেই

• বিরোধী দলের অনেকেও স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছেন, তাতে আমরা খুশি

• জাতি শংসাপত্র পেয়েছেন ১৫ লক্ষ ৪ হাজার ৪৫১ জন

• ১৩ লক্ষ ৩৯ হাজার ৩০ জন পেয়েছেন খাদ্যসাথী পরিষেবা

• এর মধ্যে ৭৬ লক্ষ ২৬ হাজার ১৪২ জনকে স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়া হয়েছে

• এখনও পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে ২ কোটি ৫৫ লক্ষ মানুষ নাম লিখিয়েছেন

• পরিযায়ী শ্রমিকদের ৩ লক্ষ ৮১ হাজার ৬০৪ জনকে নতুন জব কার্ড দেওয়া হয়েছে

• ৬৪ লক্ষ পরিযায়ী শ্রমিককে কাজ দেওয়া হয়েছে

• ৩৬ কোটি কর্মদিবস তৈরি হয়েছে, কাজ করেছেন ১.১ কোটি মানুষ

• ১০০ দিনের কাজে সেরা পশ্চিমবঙ্গ

• এক কোটিরও বেশি সাইকেল দেওয়া হয়েছে সবুজ সাথী প্রকল্পে

• কন্যাশ্রী প্রকল্পে সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে

• কোনও পরিবারে ৫ জন সদস্য থাকলে সেই পরিবার মোট ২৫ কিলো চাল পাবে

• আমরা মাথাপিছু ৫ কিলো করে চাল দিই

• আমি খুশি হব যদি রাজ্যের ১০ কোটি মানুষই স্বাস্থ্যবিমার আওতায় আসেন

• এর জন্য় পুরো টাকাই রাজ্য সরকার দিচ্ছে, কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্পে রাজ্যকে টাকা দিতে হয়

• এই স্বাস্থ্যবিমায় বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করাতে পারবেন সাধারণ মানুষ

• স্বাস্থ্যসাথী প্রকল্পে আমরা ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুযোগ দিচ্ছি রাজ্যবাসীকে

• সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা রয়েছে

• দুয়ারে সরকার কর্মসূচি চলছে, বহু মানুষ এতে উপকৃত হয়েছেন

লাইভ আপডেট:

• এ ছাড়া বিভিন্ন দেশের শীর্ষ প্রশাসকদের বই দু’টি পাঠানো হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী

• দেশ বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকদের এই বই দেওয়া হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী

• ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’ নামে দু’টি বই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

• বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করছএন মুখ্যমন্ত্রী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন