নাকতলার জমি থেকে ক্লাব সরানো হবে, আদালতে জানালেন এজি

নাকতলার বিতর্কিত জমি থেকে তৃণমূল নেতার ক্লাবটিকে সরে যেতে হবে বলে হাইকোর্টে দাঁড়িয়ে জানিয়ে দিলেন রাজ্যের অ্যা়ভোকেট জেনারেল (এজি) জয়ন্ত মিত্র। বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানির সময়ে এজি বলেন, নকতলার ওই জমির পুরোটাই রাজ্যের জরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৬ ১২:৫৯
Share:

নাকতলার বিতর্কিত জমি থেকে তৃণমূল নেতার ক্লাবটিকে সরে যেতে হবে বলে হাইকোর্টে দাঁড়িয়ে জানিয়ে দিলেন রাজ্যের অ্যা়ভোকেট জেনারেল (এজি) জয়ন্ত মিত্র।

Advertisement

বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানির সময়ে এজি বলেন, নকতলার ওই জমির পুরোটাই রাজ্যের জরকার। সেখানে নিকাশির প্রকল্প হবে। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাহলে জমির মালকিন ওই বৃদ্ধার কী হবে? তিনি কি পাবেন?

এজি হাইকোর্টকে জানিয়েছে, ১৯৯৭ সাল থেকে জমির যে ভাড়া বকেয়া রয়েছে তা রাজ্য সরকার আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে মিটিয়ে দেবে।

Advertisement

বিচারপতি ভট্টাচার্য জানিয়ে দেন, তিনি আগামী ১৮ ফেব্রুয়ারি ফের মামলাটি শুনবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement