—প্রতিনিধিত্বমূলক চিত্র।
গাড়ি থামিয়ে এক ব্যক্তির থেকে এক লক্ষ টাকা লুট করার অভিযোগ উঠল খাস কলকাতায়। হেস্টিংস ক্রসিংয়ের কাছে এজেসি বোস রোড উড়ালপুলের কাছে এই ঘটনা হয়েছে। চুরির পরে দু’টি স্কুটিতে চেপে অভিযুক্তেরা পালিয়ে যান বলে অভিযোগ। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারীর নাম রাহুল রাজ। তাঁর বয়স ২৯ বছর। তিনি বিহারের সমস্তিপুরের বাসিন্দা। অভিযোগ, বুধবার বিকেল সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে ছ’জন এজেসি বোস রোড উড়ালপুলের নীচে রাহুলের গাড়ি আটকান। তার পরে যুবকের থেকে নগদ এক লক্ষ টাকা নিয়ে চম্পট দেন। রাহুলের কাছে ২০০টি ৫০০ টাকার নোট ছিল। সেগুলি নিয়ে দু’টি স্কুটিতে চেপে সেখান পালিয়ে যান অভিযুক্তেরা। এই ঘটনায় তদন্ত করছে পুলিশ।