Central Government Employees

বৃদ্ধ বাবা-মাকে দেখাশোনার জন্য ছুটি নিতে পারবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, বছরে কত দিন? জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

সংসদে প্রশ্ন করা হয়, কেন্দ্রীয় সরকারি কর্মীরা কি বৃদ্ধ বাবা-মায়ের পরিচর্যার জন্য ছুটি নিতে পারেন। সংসদে সেই প্রশ্নের লিখিত জবাব দেন কেন্দ্রীয় মন্ত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ২১:২২
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বছরে ৩০ দিন ছুটি ব্যক্তিগত যে কোনও কাজে ব্যবহার করতে পারবেন সরকারি কর্মীরা। এমনকি, বৃদ্ঋ বাবা-মায়ের দেখাশোনার জন্যও ওই ছুটি নিতে পারবেন। বৃহস্পতিবার রাজ্যসভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রী জিতেন্দ্র সিংহ।

Advertisement

সংসদে প্রশ্ন করা হয়, কেন্দ্রীয় সরকারি কর্মীরা কি বৃদ্ধ বাবা-মায়ের পরিচর্যার জন্য ছুটি নিতে পারেন। এমনটাই জানিয়েছে পিটিআই। সংসদে সেই প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ব্যক্তিগত কারণে বছরে ৩০টি ছুটি নেওয়ার অনুমোদন রয়েছে। বৃদ্ধ বাবা-মাকে দেখাশোনার জন্যও ওই ছুটি নিতে পারেন তাঁরা। তাঁর কথায়, ‘‘১৯৭২ সালের সেন্ট্রাল সিভিল সার্ভিস (লিভ) নীতি অনুযায়ী, বছরে ৩০ দিন অর্জিত ছুটি (আর্নড লিভ), ২০ দিন হাফ পে লিভ (অর্ধেক দৈনিক বেতনের পরিবর্তে), আট দিন ক্যাসুয়াল লিভ, দু’দিন রেস্ট্রিক্টেড ছুটি নিতে পারবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এ ছাড়াও ব্যক্তিগত কারণে ছুটি নিতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মী। সেটা বৃদ্ধ বাবা-মায়ের পরিচর্যার জন্যও নিতে পারেন।’’

১৯৭২ সালের ১ জুন থেকে এই ছুটির নীতি কার্যকর করে সরকার। সেই নীতি অনুসারে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীরা বছরে এই নির্দিষ্ট দিন ছুটি পান। তবে রেলকর্মী, অল ইন্ডিয়া সার্ভিস (আইএএস, আইপিএস, আইএফএস)-এর জন্য ভিন্ন নিয়ম রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement