East West Metro

East West Metro: কিউআর কোডে টিকিট ১২ ঘণ্টা আগে

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় কিউআর কোড-নির্ভর টিকিট কাটার ব্যবস্থা চালু হওয়ার পরে দৈনিক গড়ে ৭০-৮০ জন যাত্রী এই ব্যবস্থা ব্যবহার করছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৩৪
Share:

প্রতীকী ছবি।

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় স্মার্ট ফোন ব্যবহার করে কিউআর কোড-নির্ভর টিকিট কাটার ব্যবস্থা আগেই চালু হয়েছে। এত দিন সফরের সর্বাধিক ৪৫ মিনিট আগে ওই টিকিট কাটা যেত। এ বার থেকে সফরের ১২ ঘণ্টা আগে তা কাটতে পারবেন যাত্রীরা। তবে তাৎপর্যপূর্ণ ভাবে একই তারিখের মধ্যে টিকিট কাটতে হবে। ১২ ঘণ্টা বা তার চেয়ে কম সময়ের ব্যবধানে তারিখ বদলে যাওয়ার সম্ভাবনা থাকলে টিকিট কাটার সময়ে সতর্ক থাকতে হবে।

Advertisement

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় কিউআর কোড-নির্ভর টিকিট কাটার ব্যবস্থা চালু হওয়ার পরে দৈনিক গড়ে ৭০-৮০ জন যাত্রী এই ব্যবস্থা ব্যবহার করছেন। আগের মতোই ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ থেকে এই টিকিট কাটা যাবে।

তবে, পরের দিন মেট্রোয় সফর করার জন্য আগের রাতে টিকিট কাটার ক্ষেত্রে যাত্রীদের সতর্ক থাকতে হবে। কারণ, রাত ১২টার পরে তারিখ পাল্টে গেলে টিকিটের বৈধতা নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। সে ক্ষেত্রে তারিখ পরিবর্তিত হওয়ার পরেই টিকিট কাটার পরামর্শ দিচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এই কিউআর কোড ব্যবহার করে এক বারে এক জন যাত্রীরই টিকিট কাটা সম্ভব।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন