ইমেলের সূত্রে খোঁজ প্রতারণা চক্রের

পুলিশ জানায়, গত ১০ অগস্ট রামনগরের জনৈক ব্যবসায়ী অভিযোগ করেন, তিনি একটি ওয়েবসাইটের বিজ্ঞাপন দেখে জানতে পারেন একটি টায়ার প্রস্তুতকারী সংস্থার কলকাতায় ডিলারশিপ দেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ০৩:০৫
Share:

প্রতীকী ছবি।

ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল একটি ইমেল আইডি। সেটির আইপি অ্যাড্রেসের সূত্র ধরে অনলাইন প্রতারণা-চক্রের সন্ধান পেল লালবাজার। গ্রেফতার হয়েছে তিন সদস্য কুণাল রাজ, দীপক কুমার এবং ঋতু রাজ। পুলিশ জানিয়েছে, সম্প্রতি সাইবার থানা পঞ্চসায়র থেকে গ্রেফতার করে দীপক এবং ঋতুকে। পটনা থেকে ধরা পড়ে কুণাল। ধৃতদের থেকে ৯টি মোবাইল, চারটি সিম কার্ড ও ল্যাপটপ বাজেয়াপ্ত হয়েছে। ধৃতদের ২৫ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজত দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।

Advertisement

পুলিশ জানায়, গত ১০ অগস্ট রামনগরের জনৈক ব্যবসায়ী অভিযোগ করেন, তিনি একটি ওয়েবসাইটের বিজ্ঞাপন দেখে জানতে পারেন একটি টায়ার প্রস্তুতকারী সংস্থার কলকাতায় ডিলারশিপ দেওয়া হবে। সেই মতো জুলাইয়ে তিনি আবেদন করেন। সংস্থার প্রতিনিধি সেজে কয়েক জন ওই ব্যক্তিকে জানান, তাঁকে একাধিক অ্যাকাউন্টে টাকা জমা করতে হবে। ওই ব্যবসায়ী প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা দেন। তার পরেই সংস্থার প্রতিনিধিদের ফোন বন্ধ হয়ে যায়। তদন্তকারীরা জানান, যে নম্বর থেকে ব্যবসায়ীকে ফোন করা হয়েছিল সেটি ভুয়ো। কিন্তু প্রতারকেরা ওয়েবসাইটে বিজ্ঞাপনের জন্য যে ইমেল আইডি ব্যবহার করেছিল, তার সূত্রে খোঁজ মেলে অন্য একটি ফোন নম্বরের। সেই নম্বরের বিস্তারিত তালিকা এবং মোবাইলের টাওয়ারের অবস্থানই ধরিয়ে দেয় প্রতারকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement