Phulbagan Thana

থানার সামনে গলায় গুলি করে আত্মঘাতী কনস্টেবল

পুলিশ জানিয়েছে, মৃত কনস্টেবলের নাম ভৈরব ওরাওঁ। তাঁর বাড়ি কালনার বৈদ্যপুর গ্রামে। বয়স বছর তিপান্ন। কী কারণে তিনি আত্মঘাতী হলেন সেই নিয়ে ধন্দে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৮ ১৬:০৭
Share:

নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন কনস্টেবল। প্রতীকী ছবি।

কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক কনস্টেবল। শুক্রবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব কলকাতার ফুলবাগান থানার গেটের সামনে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃত কনস্টেবলের নাম ভৈরব ওরাওঁ। তাঁর বাড়ি কালনার বৈদ্যপুর গ্রামে। বয়স বছর তিপান্ন। কী কারণে তিনি আত্মঘাতী হলেন সেই নিয়ে ধন্দে পুলিশ।

এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ থানায় আসেন ভৈরববাবু। থানার গেটের বাইরে ডিউটিতে ছিলেন তিনি। দুপুর ২টো নাগাদ হঠাৎই গুলির শব্দ শুনে গেটের বাইরে ছুটে আসেন পুলিশকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গেটের বাইরে রক্তে মাখামাখি হয়ে পড়ে থাকতে দেখা যায় তাঁকে। গুলি তাঁর গলা ফুঁড়ে বাইরে বেরিয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গেই তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

আরও পড়ুন:

ভাঙা হাতের অস্ত্রোপচার করতে গিয়ে মৃত্যু কিশোরের

পরীক্ষায় বসতে না পেরে তুলকালাম দেশবন্ধুতে, শিক্ষককে কিল-চড়

পুলিশ জানিয়েছে, বছর দেড়েক ধরে ফুলবাগান থানায় কাজ করছেন তিনি। কোনও কারণে মানসিক অবসাদের শিকার হয়েছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলেও পুলিশ সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement