এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
হোটেলের ঘরের বক্সখাটের মধ্যে থেকে উদ্ধার দেহ। কলকাতার পার্ক স্ট্রিট এলাকার একটি হোটেল থেকে পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী ভাবে হোটেলের বক্সখাটের মধ্যে ওই যুবকের দেহ এল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। প্রাথমিক অনুমান, হোটেলের ঘরেই তাঁকে খুন করে দেহ বক্সখাটের মধ্যে রাখা হয়েছিল। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর। ওই মৃতের দুই সঙ্গীর খোঁজ চালাচ্ছে পুলিশ।
পার্ক স্ট্রিট এলাকার রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলের ঘর থেকে শুক্রবার সকালে ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর,গত ২২ অক্টোবর বিকেল ৫টা নাগাদ ওই হোটেলে ঘরটি কয়েক ঘণ্টার জন্য ভাড়া করেছিলেন তিন জন। ভাড়া করার সঙ্গে সঙ্গে তাঁদের মধ্যে এক জন হোটেল ছেড়ে চলে যান। বাকি দু’জন হোটেলের ঘরে যান। রাতে আবার ওই ব্যক্তি ফিরে আসেন এবং কিছু ক্ষণ পর অপর এক জনের সঙ্গে হোটেল ছেড়ে চলে যান। তৃতীয় ব্যক্তির কোনও খবর ছিল না।
শুক্রবার ওই হোটেলের ওই ঘরটি ভাড়া নেন নতুন আবাসিক। সূত্রের খবর, ওই আবাসিক ঘরের তালা খুলতেই পচা গন্ধ নাকে যায়। সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষকে জানান ওই আবাসিক। তার পরে ঘরে ঢুকে খোঁজাখুঁজি করতেই মেলে গন্ধের উৎস। পুলিশ এসে ওই ঘরের খাটের নীচ থেকে এক যুবকের দেহ উদ্ধার করে। ওই মৃতের সঙ্গে যাঁরা এসেছিলেন, তাঁদের খোঁজ শুরু করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাহুল লাল। পিকনিক গার্ডেন এলাকায় মামার সঙ্গে থাকতেন তিনি। গত বুধবার কাদের সঙ্গে রাহুল পার্ক স্ট্রিটের ওই হোটেলে গিয়েছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।