Presidency University

এ বার সল্টলেকের হস্টেল নিয়ে আন্দোলন

মঙ্গলবার প্রেসিডেন্সির বিক্ষোভকারীরা জানান, সল্টলেকে মেয়েদের হস্টেলে জলের সমস্যা দীর্ঘদিনের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৫:০৪
Share:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সল্টলেকের ক্যম্পাস।—ফাইল চিত্র।

হিন্দু হস্টেল সংক্রান্ত দাবিদাওয়া নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ চলছে বেশ কিছু দিন ধরে। এ বার তার সঙ্গে যুক্ত হল প্রেসিডেন্সির ছাত্রীদের সল্টলেকের হস্টেল নিয়ে বিক্ষোভ।

Advertisement

মঙ্গলবার প্রেসিডেন্সির বিক্ষোভকারীরা জানান, সল্টলেকে মেয়েদের হস্টেলে জলের সমস্যা দীর্ঘদিনের। সেখানে কর্মীর সংখ্যা কম। এ ছাড়া, আরও বেশ কিছু সমস্যা রয়েছে। সেই সব নিয়েই তাঁরা কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছিলেন। কিন্তু অভিযোগ, তাতে কোনও ফল হয়নি।

এ দিন দু’টি হস্টেলের আবাসিকেরা একযোগে আন্দোলনে নামেন। বিক্ষোভকারীদের দাবি, বেশ কয়েক দিন ধরে কর্তৃপক্ষের দেখা নেই প্রেসিডেন্সিতে। তাই তাঁরা অভিযোগ জানাতে পারছেন না। এ দিন ডিন অব স্টুডেন্টস অরুণ মাইতি প্রেসিডেন্সিতে এলেও তাঁর সঙ্গে কথা হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের।

Advertisement

হিন্দু হস্টেলে কর্মীদের বদলির যে সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছেন, তার বিরুদ্ধেও আন্দোলনে নেমেছেন আবাসিকেরা। তাঁরা জানান, হস্টেলে এখনও রান্না হচ্ছে না। অনেকেই আধপেটা খেয়ে আন্দোলন চালাচ্ছেন। বিক্ষোভের জেরে পঠনপাঠনে কোনও ক্ষতি হচ্ছে না বলেই বিক্ষোভকারীদের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন