Rainfall In Kolkata

নবমী নিশিতে ‘বর্ষাসুর’ বনাম দর্শনার্থী! মধ্যরাতে বৃষ্টির আশঙ্কা কলকাতায়, সন্ধ্যা থেকেই মণ্ডপে মণ্ডপে জনজোয়ার, পূর্বাভাস কী

বুধবার, নবমীর দুপুর থেকে বিকেল পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ কলকাতায় একচোট বৃষ্টি হয়ে গিয়েছে। তবে সে সব উপেক্ষা করে নবমীর রাতে প্যান্ডেলে প্যান্ডেলে জনসমাগম হচ্ছে। আশঙ্কা কেবল একটাই!

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১৮:৫০
Share:

নবমীর সন্ধ্যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপের সামনে ভিড়। —নিজস্ব চিত্র।

আর মাত্র একটা দিন। তার পরেই বিদায়ের সুর বাজবে শহরের বাতাসে। তার আগে উৎসবের শেষ স্বাদটুকু চেটেপুটে নেওয়ার দিন নবমী। কিন্তু বুধবার দুপুর থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে। বুধবার রাতেও ভিজতে পারে শহর কলকাতা-সহ আশপাশের জেলাগুলি। হাওয়া অফিসের পূর্বাভাস তেমনই। কিন্তু ‘নবমী নিশি’র আনন্দ মাটি হতে দেওয়া যাবে না! তাই সন্ধ্যা থেকেই মণ্ডপে মণ্ডপে নামছে মানুষের ঢল!

Advertisement

বুধবার, নবমীর দুপুর থেকে বিকেল পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ কলকাতায় একচোট বৃষ্টি হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আকাশ মূলত মেঘলাই থাকবে। রাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতার নানা জায়গায়। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির শঙ্কাও থাকছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

নবমীর দিনভর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার মান ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৬৯ শতাংশ। সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত ০০২.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Advertisement

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে নবমী-রাতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি বাড়বে দশমীতে।

বেলা বাড়তেই শারদোৎসবের নবমীতে কালো মেঘের ঘনঘটনায় মাটি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বর্ষাসুরকে হারিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমজনতার ভিড়। শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সর্বত্রই জনতার ঢল নেমেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement