রুজির টান। ছবি: পিটিআই।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি চলছে কলকাতায়। ভিজছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা। আবহাওয়া দফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৮০.৯ মিলিমিটার। গত ৯ ঘণ্টাতেই ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরে। হাওয়া অফিসের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দমদমে ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত ৯ ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেখানে। তবে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিতে কলকাতাকে ছাপিয়ে গিয়েছে সল্টলেক।
শুক্রবার সকাল থেকে কলকাতায় আকাশের মুখভার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়েছে। আবহাওয়া দফতরের সকাল ১১টার বুলেটিন অনুযায়ী, বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ সাগরদ্বীপ থেকে ১৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। শনিবার ওই নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে। তার পর উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে বৃষ্টি চলবে আগামী দু’দিন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত রেকর্ড অনুযায়ী, কলকাতার আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। গত ৯ ঘণ্টায় আলিপুরে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সল্টলেকে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১৩২ মিলিমিটার। গত ৯ ঘণ্টায় বিধাননগরে ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাওড়ার উলুবেড়িয়ায় বৃষ্টিপাতের পরিমাণ ৬৭ মিলিমিটার। তার মধ্য়ে শেষ ৯ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৫০ মিলিমিটার। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৩০.৫ মিলিমিটার। তবে গত কয়েক ঘণ্টায় বৃষ্টি কমেছে সেখানে। মেদিনীপুরে গত ৯ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৮৫ মিলিমিটার। দিঘায় গত ২৪ ঘণ্টায় ৯.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
নদিয়ার কৃষ্ণনগরে গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ২৪.৭ মিলিমিটার। তবে আপাতত বৃষ্টি কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় বাঁকুড়ায় ৫ এবং বীরভূমে ৫৬.২ মিলিমিটার বৃষ্টি হয়ছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ক্যানিংয়ে ৩৬, কাঁথিতে ১১, হলদিয়ায় ২৫, বর্ধমানা ৩২, পানাগড়ে ২৪.২, আসানসোলে ৭.৮, পুরুলিয়ায় ৬, ব্যারাকপুরে ৪২, সিউড়িতে ৪.৪, ঝাড়গ্রামে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সাগরদ্বীপে গত ২৪ ঘণ্টায় ১৩.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও অল্প বৃষ্টি হয়েছে। যেমন, গত ২৪ ঘণ্টায় মালদহে ১০৯, দার্জিলিঙে ০.৮, কোচবিহারে ৩.২, জলপাইগুড়িতে ৮.২ এবং বালুরঘাটে ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
শুক্রবার টানা বৃষ্টিতে কলকাতার নিচু এলাকাগুলির কোথাও কোথাও জল জমেছে। ব্যাহত হয়েছে ট্র্যাফিক পরিষেবা। বিবি গাঙ্গুলি স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, ফিয়ার্স লেন, এমজি রোডের একাংশ থেকে কলেজ স্ট্রিট বাটা মোড়ে জল জমে রয়েছে। ওই রাস্তাগুলোয় যান চলাচলের গতি ছিল মন্থর। মা উড়ালপুলেও কিছুটা ধীর গতিতে যান চলাচল করছে। শুক্রবার দুপুরে হাডকো মোড়ে রাস্তার উপর একটি বড় গাছ ভেঙে পড়ে। সেই কারণেও ওখানে কিছু ক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।