চলছে খালপাড়ের সৌন্দর্যায়ন

বিধাননগর পুর নিগমের ৮, ৯, ১০-সহ একাধিক ওয়ার্ডের ভিতর দিয়ে গিয়েছে বিবি-১ (বাগজোলা বাইপাস) খালটি। দমদম ঘুরে খালটি শেষ পর্যন্ত বাগজোলা (লোয়ার) খালে পড়েছে। ন’ নম্বর ওয়ার্ডে সেই খালের সৌন্দর্যায়ন চলছে।

Advertisement

প্রবাল গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০১:৪৯
Share:

সংস্কার: খালপাড় বাধানোর কাজ চলছে। নিজস্ব চিত্র

বিধাননগর পুর নিগমের ৮, ৯, ১০-সহ একাধিক ওয়ার্ডের ভিতর দিয়ে গিয়েছে বিবি-১ (বাগজোলা বাইপাস) খালটি। দমদম ঘুরে খালটি শেষ পর্যন্ত বাগজোলা (লোয়ার) খালে পড়েছে। ন’ নম্বর ওয়ার্ডে সেই খালের সৌন্দর্যায়ন চলছে।

Advertisement

স্থানীয় কাউন্সিলর তথা দুই নম্বর বরোর চেয়ারম্যান তৃণমূলের মনীষ মুখোপাধ্যায় বলেন, ‘‘প্রায় ৩০ লক্ষ টাকা খরচ করে খালপাড় সংস্কার হচ্ছে। পাশ দিয়ে গাড়ি যাতায়াতের রাস্তাও তৈরি হচ্ছে।’’

দীর্ঘ দিন অবহেলায় পড়ে থাকার পরে গত বছরই সেচ দফতর খালটির সংস্থার করে দিয়েছে। বাগুইআটির সাহাপাড়া এলাকায় খালপাড়ে গিয়ে দেখা গেল কাজ চলছে জোড় কদমে। খালের একাংশে সার দিয়ে শালবল্লা পোঁতা হয়েছে। যাতে খালের ভাঙন আটকানো যায়।

Advertisement

মনীষবাবু জানান, যত পর্যন্ত শালবল্লা আছে ততটা অংশ বাঁধিয়ে গার্ডওয়াল বসানো হবে। যাতে রাস্তা চওড়া হয়। এবং সেই রাস্তাটি দিয়ে গাড়িও যেতে পারবে। গার্ডওয়াল না থাকায় গত বছর জগৎপুরের কাছে বিবি-১ খালে গাড়ি পড়ে স্থানীয় এক বাসিন্দার মৃত্যু হয়েছিল।

বিধাননগর পুরসভা সূত্রে জানানো হয়েছে, রাস্তা তৈরির পাশাপাশি, বিবি-১ খালপাড়ের সৌন্দর্যায়নে পরিকল্পনা নেওয়া হয়েছে। খালপাড়টি এত দিন কার্যত অন্ধকারেই পড়ে থাকত। রাস্তাও ছিল ভাঙাচোরা। রাস্তা তৈরির পরে গার্ডওয়ালে রেলিং বসানো হবে। সমগ্র খালপাড়টি আলো দিয়ে সাজিয়ে তোলা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন