দমদমে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৩ তৃণমূলকর্মী

দমদম এলাকার একটি পানশালার বাইরে আগ্নেয়াস্ত্র-সহ তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতের ঘটনা। পুলিশ সূত্রের খবর, আগ্নেয়াস্ত্র সহ একটি পানশালায় জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মীরা। তাঁদের মধ্যে খোকন শী সিঁথি এলাকার তৃণমূলের অটো ইউনিয়নের সম্পাদক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ১৮:২৪
Share:

দমদম এলাকার একটি পানশালার বাইরে আগ্নেয়াস্ত্র-সহ তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রের খবর, আগ্নেয়াস্ত্র সহ একটি পানশালায় জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মীরা। তাঁদের মধ্যে খোকন শী সিঁথি এলাকার তৃণমূলের অটো ইউনিয়নের সম্পাদক। আর একজন ধৃত রাজ মুখোপাধ্যায় সিঁথির দু’ নম্বর ব্লকের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক। পানশালার বাইরে রাত সাড়ে ১১টা নাগাদ তাঁদের গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও তিন-চারটি গুলি উদ্ধার হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারির সময়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নাম করে তাঁদের হুমকি দেওয়া হয়। অস্ত্র আইন সহ ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement