Traffic Jam in Kolkata

শহিদ মিনারে আইএসএফের কর্মসূচি, সল্টলেকে আশাকর্মীরা! কাজের দিনে বাইপাসে তীব্র যানজট, থমকে মধ্য কলকাতাও

হাওড়া, শিয়ালদহ স্টেশনেও ছিল স্বাস্থ্যভবন অভিযানকারী আশাকর্মীদের ভিড়। তার জেরে ভোগান্তি হয়েছে ট্রেনের নিত্যযাত্রীদেরও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৩:২৫
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

সপ্তাহের মাঝে কাজের দিনে কলকাতায় জোড়া কর্মসূচি। একটি সল্টলেকের স্বাস্থ্য ভবনে এবং অন্যটি শহিদ মিনারে। তার জেরেই বুধবার তীব্র যানজট শহরে। সেক্টর ফাইভ, নিউটাউনে অফিস যাওয়ার পথে ইএম বাইপাসে দীর্ঘ ক্ষণ থমকে রইল বাস, নিত্যযাত্রীদের যান। অন্য দিকে মধ্য কলকাতার এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোডেও রয়েছে ভিড়ের চাপ। হাওড়া, শিয়ালদহ স্টেশনেও ছিল স্বাস্থ্য ভবন অভিযানকারী আশাকর্মীদের ভিড়। তার জেরে ভোগান্তি হয়েছে ট্রেনের নিত্যযাত্রীদেরও।

Advertisement

বুধবার সল্টলেকে স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি ছিল আশাকর্মীদের। সেখানে পৌঁছোনোর জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসেন তাঁরা। ট্রেন থেকে নামেন শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে। নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, সে কারণে দুই স্টেশনেই ছিল ভিড়, বিশৃঙ্খলা। ট্রেন থেকে নেমে বাস বা প্রয়োজনীয় যান ধরতে সমস্যায় পড়েছেন তাঁরা। দুই স্টেশন সংলগ্ন রাস্তাতেও ছিল ভিড়। আশাকর্মীদের গন্তব্য ছিল সল্টলেকের স্বাস্থ্য ভবন। মঙ্গলবার সকাল সেখানে পৌঁছে আশাকর্মীদের বড় একটা অংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্বাস্থ্য ভবনের বাইরে ছিল ব্যারিকেড। সেই ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। শুরু হয় পুলিশের সঙ্গে হাতাহাতি। সে কারণে সল্ট লেক সেক্টর ফাইভে দেখা দেয় তীব্র যানজট।

এই যানজটের কারণে সপ্তাহে কাজের দিনে বিপাকে পড়েন অফিসযাত্রীরা। প্রথমে সেক্টর ফাইভ ঢোকার মুখে নিকো পার্কের কাছে মন্থর হয় গাড়ির গতি। ক্রমে যানজট ছড়িয়ে পড়ে চিংড়িঘাটা পর্যন্ত। অফিসযাত্রীদের অভিযোগ, সায়েন্স সিটির মোড়েও অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি সময়ে সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হয়েছে তাঁদের। এর পরে চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত রাস্তা ছিল একপ্রকার স্তব্ধ।

Advertisement

সেক্টর ফাইভ, নিউটাউনে যখন এই অবস্থা, তখন ভিড়ের চাপ বেড়েছে মধ্য কলকাতাতেও। বুধবার শহিদ মিনারে রয়েছে আইএসএফের কর্মসূচি। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেই কর্মসূচির ডাক দিয়েছে তারা। ধর্মতলার শহিদ মিনারে সেই জমায়েতের কারণে এজেসি বোস রোড, এনএস ব্যানার্জি রোডে রয়েছে ভিড়ের চাপ। কর্মসূচিতে যোগ দিতে বাস, ট্রাকে চেপে উত্তর ২৪ পরগনা থেকে এসেছেন সমর্থকেরা। নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, সমর্থকদের গাড়ি সায়েন্স সিটি হয়ে গিয়েছে ধর্মতলায়। সে কারণে সায়েন্স সিটি মোড়, তপসিয়া, পার্ক সার্কাসেও হয়েছে যানজট।

এর মধ্যে আশাকর্মীদের একটি দল শিয়ালদহ স্টেশন থেকে মিছিল শুরু করে। তাদের গন্তব্য ছিল ধর্মতলা। তবে সেখানে পৌঁছোনোর আগেই সেই মিছিল আটকে দেয় পুলিশ। নিউ মার্কেট থানার অদূরে পুলিশের সঙ্গে একপ্রস্ত ধস্তাধস্তি হয় আশাকর্মীদের। ফলে নিউ মার্কেট চত্বর, এসএন ব্যানার্জি রোডে দেখা দেয় তীব্র যানজট। এক পুলিশকর্মী জানান, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। শহরের মধ্যে কর্মসূচি থাকার কারণে কিছু জায়গায় চাপ রয়েছে।

স্থায়ী সাম্মানিক ন্যূনতম ১৫ হাজার টাকা, অবিলম্বে সমস্ত বকেয়া প্রদান-সহ একাধিক দাবিতে আন্দোলন চালাচ্ছেন আশাকর্মীরা। নিজেদের দাবি আদায়ে ২৯ দিন ধরে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন তাঁরা। বুধবার স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দিতে অভিযান করেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement