ফের আর্জি খারিজ কুণালের

সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির মামলায় দীর্ঘদিন ধরে প্রেসিডেন্সি জেলে আছেন তিনি। কিন্তু কুণাল ঘোষ এখনও রাজ্যসভার সদস্য। তাই অধিবেশনে যোগদানের জন্য চিঠি এসেছে তাঁর কাছে।

Advertisement
শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৬ ০৩:২০
Share:

সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির মামলায় দীর্ঘদিন ধরে প্রেসিডেন্সি জেলে আছেন তিনি। কিন্তু কুণাল ঘোষ এখনও রাজ্যসভার সদস্য। তাই অধিবেশনে যোগদানের জন্য চিঠি এসেছে তাঁর কাছে। রাজ্যসভার অধিবেশনে যোগ দেওয়া তাঁর মৌলিক অধিকার, এই যুক্তিকে হাতিয়ার করে বৃহস্পতিবার নগর দায়রা আদালতে কুণালের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। সিবিআইয়ের আইনজীবী সওয়ালে বলেন, কুণাল যে-হেতু সারদা মামলায় অন্যতম অভিযুক্ত, তাই সংসদে যোগদানের মৌলিক অধিকার তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নয়। সারদা-তদন্তে অগ্রগতি হচ্ছে। কুণাল জামিন পেলে তদন্তের গতি ব্যাহত হতে পারে। বিচারক সেই আবেদন খারিজ করে দেন। ১৫ মার্চ তাঁকে আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement