SFI

SFI-DYFI: বাম ছাত্র-যুবদের এসএসসি দফতর অভিযান ঘিরে সল্টলেকে ধুন্ধুমার, আটক মীনাক্ষী-সহ বহু

রাজ্যের শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ ও দুর্নীতিবাজ নেতা-মন্ত্রীদের গ্রেফতারির দাবিতে শুক্রবার পথে নামে বাম ছাত্র-যুব সংগঠনগুলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ মে ২০২২ ১৮:০১
Share:

নিজস্ব চিত্র।

সল্টলেক করুণাময়ীতে বাম ছাত্র-যুবদের বিক্ষোভকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। এসএসসি দফতর অভিযানে যাওয়ার পথে বাম ছাত্র-যুবদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়রা। পুলিশ তাঁদের আটকে দেয়। চলে ধরপাকড়। সর্বস্তরে স্বচ্ছ নিয়োগ ও এসএসসি-টেটে অভিযুক্ত নেতা-মন্ত্রীদের গ্রেফতারির দাবিতে শুক্রবার এসএসসি দফতর অভিযানের কর্মসূচি ঘোষণা করেছিল এসএফআই, ডিওয়াইএফআই-সহ একাধিক বাম ছাত্র-যুব সংগঠন। সেই অনুযায়ী শুক্রবার সল্টলেকের সিটি সেন্টারের সামনে জমায়েত হন ছাত্র-যুবরা। মীনাক্ষীর নেতৃত্বে এসএসসি দফতরের দিকে এগোতে থাকে মিছিল। পথেই পুলিশ তা আটকে দিলে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। ব্যারিকেড ভেঙে এগোতে থাকেন ছাত্র-যুবরা। ধরপাকড় শুরু করে পুলিশ। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেকের করুণাময়ী এলাকা।

Advertisement

ডিওয়াইএফআইয়ের নেতা ওয়াজেদ হোসেন বলেন, ‘‘আমরা মিছিল করছিলাম। করুণাময়ীতে ধরপাকড় শুরু করে পুলিশ। আচার্য সদনের দিকে যাওয়ার সময় মাঝরাস্তায় আমাদের আটকে দিয়ে মারধর করে পুলিশ। ওই সময় আমাদের এক কমরেড অসুস্থ হয়ে পড়েন। দেড়শো জনকে আটক করে।’’ বাম ছাত্র-যুবদের দাবি, মিছিলের নেতৃত্বে থাকা মীনাক্ষীকেও পুলিশ জোর করে তুলে নিয়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন