সুপ্রিম কোর্টের দ্বারস্থ সৌমিত্র

বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র গত জানুয়ারিতে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে বিজেপিতে যোগ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

নয়াদিল্লি ও বাঁকুড়া শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৯ ০০:০১
Share:

সৌমিত্র খাঁ । —ফাইল চিত্র।

হাইকোর্টের নিষেধাজ্ঞায় বাঁকুড়া জেলায় ঢুকতে পারছেন না তিনি। তাই জেলার ঢুকতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিজেপির বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থী সৌমিত্র খাঁ। বুধবার সুপ্রিম কোর্টে তাঁর আইনজীবী কবীরশঙ্কর বসু সেই আবেদনপত্র জমা দেন। তিনি বলেন, ‘‘সৌমিত্রবাবুকে যাতে বাঁকুড়া জেলায় ঢুকতে দেওয়া হয়, সেটুকুই আর্জি জানিয়েছি সুপ্রিম কোর্টে।’’

Advertisement

বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র গত জানুয়ারিতে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে বিজেপিতে যোগ দেন। তারপরেই তাঁর বিরুদ্ধে বাঁকুড়া জেলার বিভিন্ন থানায় চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায়, বালি চুরি থেকে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। হাইকোর্টের নির্দেশে সৌমিত্র গ্রেফতারি এড়ালেও, সেই থেকে তাঁর জেলায় ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে। এর মধ্যে বিজেপি তাঁকে লোকসভা ভোটে প্রার্থী করায় তিনি প্রচারের জন্য জেলায় ঢুকতে চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। কিন্তু, গত ২৭ মার্চ হাইকোর্ট তাঁকে আরও ছ’সপ্তাহ জেলায় ঢুকতে বারণ করে। হিসেব বলছে, সে নির্দেশ মেনে সৌমিত্রর বাঁকুড়ায় ঢুকতে মে মাসের ৮-৯ তারিখ হয়ে যাবে। তখন প্রচার করার সময় প্রায় শেষ। কারণ, ভোট সেখানে ১২ মে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

Advertisement

এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট কী রায় দেয়, সে দিকে তাঁরা তাকিয়ে রয়েছেন বলে জানিয়েছেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি স্বপন ঘোষ। সৌমিত্র বলেন, ‘‘সুপ্রিম কোর্টের উপরে আস্থা রয়েছে। আশাকরি জেলায় প্রচারে যাওয়ার অনুমতি পাব।’’ ইতিমধ্যেই তাঁর হয়ে প্রচারে নেমেছেন স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। এ দিন তিনি দাবি করেন, ‘‘মানুষজন বুঝতে পারছেন, আমার স্বামী ষড়যন্ত্রের শিকার। সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছি আমরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন