Mamata Banerjee

Mamata Banerjee: দলের স্বচ্ছ ভাবমূর্তির উপরে জোর তৃণমূল নেত্রীর

তৃতীয় ঢেউয়ের আশঙ্কা থাকায় সেই কর্মসূচি বাতিল করে মমতা এ দিন ভার্চুয়াল বক্তৃতা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২১ ০৭:৪৩
Share:

ফাইল চিত্র।

বিধানসভা ভোটে বিপুল জয়ে তৃতীয় বার সরকার গঠন করেছে তৃণমূল। এই অবস্থায় দলের অন্দরে শৃঙ্খলা আর সততা নিয়ে সতর্ক থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বিজেপিকে কার্যত পর্যুদস্ত করেই ক্ষমতায় ফিরেছে তৃণমূল। সেই জয়ের পর দলের প্রথম বড় কর্মসূচিতেই নীচের তলার নেতা- কর্মীদের কাছে তাদের করণীয় স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী। একুশে জুলাইয়ের ‘শহিদ তর্পণ’ কর্মসূচির মঞ্চ থেকে ভার্চুয়াল বক্তৃতায় মমতা এ দিন বলেন, ‘‘ভাবমূর্তি ভাল হলেই উন্নততর তৃণমূল গড়া যাবে। উন্নততর সরকার গড়তে হবে।’’ দলের সর্বস্তরে স্বচ্ছতা প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, ‘‘প্রত্যেককে ভদ্রলোকের মতো হতে হবে। সু্স্থ ভাবে, ভদ্র ভাবে কাজ করতে হবে। সততার সঙ্গে কাজ করতে হবে।’’

করোনা পরিস্থিতির জন্য এ বারের নির্বাচনে জয়ের পরে বিজয় সমাবেশ করেনি তৃণমূল। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, করোনা নিয়ন্ত্রণে থাকলে ব্রিগেডে সমাবেশ করবে তারা। কিন্তু তৃতীয় ঢেউয়ের আশঙ্কা থাকায় সেই কর্মসূচি বাতিল করে মমতা এ দিন ভার্চুয়াল বক্তৃতা করেন। সেখানেই বাংলার নির্বাচনে তৃণমূলকে বিপুল ভাবে সমর্থন করায় তিনি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘মহিলাদের কাছে আবেদন জানিয়েছিলাম। তাঁরা দু’হাত তুলে সমর্থন দিয়েছেন।’’

Advertisement

পরামর্শদাতা হিসেবে তৃণমূলের এই সাফল্যে আলোচনায় এসেছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের কথাও। এ দিন তাঁকেও ধন্যবাদ জানিয়েছেন মমতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement