Amit Shah

অমিতের হিন্দি-তত্ত্বের পরই মমতার টুইট: সব ভাষা সমান সম্মানের

দেশে ব্যবহৃত সব ভাষাই স্বতন্ত্র, তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং তাৎপর্য রয়েছে, এ কথা মেনে নিয়েও এ দিন হিন্দির ব্যবহার বাড়ানোর পক্ষেই ব্যাট ধরেছিলেন অমিত শাহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৪
Share:

অমিত শাহের মন্তব্য নিয়ে টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের। গ্রাফিক: শৌভিক দেবনাথ

কোনও ভাষা যদি দেশকে ঐক্যবদ্ধ রাখতে পারে, তবে তা হল হিন্দি। কারণ, ওই ভাষাতেই দেশের বহু মানুষ কথা বলেন। শনিবার এ ভাবেই হিন্দি ভাষার হয়ে সওয়াল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। উপলক্ষ ‘হিন্দি দিবস’। অমিতের ওই মন্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল। ইতিমধ্যে অনেকেই বিজেপি সভাপতির ওই মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলেছেন। সেই আবহে এ বার অমিতের ‘ভাষা-তত্ত্ব’ নিয়ে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেদের মাতৃভাষা ও সংস্কৃতিকে সম্মান দেখানোর পক্ষেই সওয়াল করেছেন তিনি।

Advertisement

দেশে ব্যবহৃত সব ভাষাই স্বতন্ত্র, তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং তাৎপর্য রয়েছে, এ কথা মেনে নিয়েও এ দিন হিন্দির ব্যবহার বাড়ানোর পক্ষেই ব্যাট ধরেছিলেন অমিত শাহ। এর পরেই টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘হিন্দি দিবসে সবাইকে জানাই শুভেচ্ছা। আমাদের উচিত সব ভাষা ও সংস্কৃতিকে সমান ভাবে সম্মান জানানো। আমরা অনেক ভাষাই শিখতে পারি কিন্তু মাতৃভাষাকে কখনই ভোলা উচিত নয়।’

Advertisement

রাজনৈতিক মহলের একাংশের মতে, অমিতের মন্তব্য নিয়ে পাল্টা টুইট করে, একটি রাজনৈতিক দলের প্রধান হিসাবে প্রতিবাদ জানানোর কাজটিও করেছেন মমতা।

আরও পড়ুন: ‘হিন্দি বলুন বেশি করে, হিন্দিই পারে দেশের ঐক্য অটুট রাখতে’, বললেন অমিত শাহ​

গত জুন মাসেই জাতীয় শিক্ষা নীতির খসড়ায় হিন্দি ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছিল। কিন্তু, তা নিয়ে তীব্র শোরগোল ওঠে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। পরিস্থিতি আঁচ করেই বিষয়টি নিয়ে নতুন করে পদক্ষেপ করেনি কেন্দ্রীয় সরকার। তখনকার মতো সেই বিতর্ক ধামা চাপা পড়ে গেলেও এ দিন ফের তা তুলে দিয়েছেন অমিত শাহ।

আরও পড়ুন: হাতিয়ার ফেলে সাদা পতাকা তুলল পাক সেনা, নিয়ে গেল নিহত ২ জওয়ানের দেহ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন