Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

‘হিন্দি বলুন বেশি করে, হিন্দিই পারে দেশের ঐক্য অটুট রাখতে’, অমিতের মন্তব্যে আলোড়ন

বিজেপি সভাপতি এ দিন বলেন, ‘‘ভারতে বহু ভাষা রয়েছে। প্রতিটি ভাষারই নিজস্ব, স্বাতন্ত্র্য ও তাৎপর্য রয়েছে। কিন্তু বিশ্বে ভারতের পরিচিতির জন্য একটা নির্দিষ্ট ভাষার খুবই প্রয়োজন। দেশের কোনও ভাষা যদি ভারতের ঐক্য ও সংহতিকে অটুট রাখতে পারে, তবে তা বহুপ্রচলিত হিন্দি ভাষাই।’’

বিজেপি সভাপতি অমিত শাহ। -ফাইল ছবি

বিজেপি সভাপতি অমিত শাহ। -ফাইল ছবি

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:০০
Share: Save:

দেশের সব প্রান্তের মানুষের মুখের ভাষা যাতে হিন্দি হয়ে ওঠে, তার পক্ষে জোর সওয়াল করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। শনিবার দিল্লিতে পালিত হচ্ছে ‘হিন্দি দিবস’। সেই উপলক্ষ্যেই এ দিনের টুইটে অমিত লিখেছেন, ‘‘হিন্দি ভাষাই ভারতের ঐক্যকে ধরে রাখতে পারে। কারণ, বহু ভাষাভাষির এই দেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কথা বলেন এই ভাষাতেই।’’

‘দেশের সব ভাষারই স্বাতন্ত্র্য, বৈশিষ্ট্য ও তাৎপর্য রয়েছে’, এ কথা স্বীকার করেও বিজেপি সভাপতি এ দিন বলেন, ‘‘ভারতে বহু ভাষা রয়েছে। প্রতিটি ভাষারই নিজস্ব, স্বাতন্ত্র্য ও তাৎপর্য রয়েছে। কিন্তু বিশ্বে ভারতের পরিচিতির জন্য একটা নির্দিষ্ট ভাষার খুবই প্রয়োজন। দেশের কোনও ভাষা যদি ভারতের ঐক্য ও সংহতিকে অটুট রাখতে পারে, তবে তা বহুপ্রচলিত হিন্দি ভাষাই।’’

এ ব্যাপারে পরে আরও একটি টুইট করেন অমিত। সেই টুইটে তিনি মাতৃভাষার পাশাপাশি হিন্দি ভাষা ব্যবহার বাড়ানোর উপর জোর দেন। সেই টুইটে অমিত লেখেন, ‘‘আজ হিন্দি দিবস। এই দিনে মাতৃভাষার পাশাপাশি হিন্দির ব্যবহার বাড়ানোর জন্য আমি আপামর দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি। কারণ, সেটাই মহাত্মা গাঁধী ও সর্দার বল্লভভাই পটেলের স্বপ্ন ছিল। হিন্দি দিবসের শুভেচ্ছা রইল।’’

গত জুনে দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকার জাতীয় শিক্ষানীতির খসড়া প্রকাশের পরেই আলোড়ন শুরু হয় মূলত দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। কারণ, ওই খসড়ায় স্কুলে হিন্দি ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে। প্রতিবাদে সামিল হয় তামিলনাড়ুর সবক’টি বিরোধী দলই। কেন্দ্রে এনডিএ-র অন্যতম শরিক দল এআইএডিএমকে-ও জাতীয় শিক্ষানীতির খসড়ার সংশ্লিষ্ট অনুচ্ছেদটি নিয়ে জোরালো আপত্তি জানায়।

আরও পড়ুন- বিদেশি রামে বিপাকে পড়তে পারে হিন্দুত্ববাদ​

আরও পড়ুন- পুজো উদ্বোধনে রাজ্যে আসতে পারেন শাহ​

এ দিকে, শুধুই অমিত নন, হিন্দি দিবসে ওই ভাষার ব্যবহার দেশে বাড়ানোর উপর এ দিন জোর দিয়েছেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জগৎ প্রসাদ নাড্ডাও। এক অনুষ্ঠানে নাড্ডা বলেন, ‘‘দেশে হিন্দি ভাষাতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কথা বলেন। এই ভাষাই সবচেয়ে সহজে বোঝা যায়। হিন্দি ভাষাই আমাদের দেশের মানুষকে ঐক্যের বাঁধনে বেঁধে রেখেছে। হয়ে উঠেছে বিশ্বে ভারতের পরিচিতি নির্ধারকও। নিজের জীবনে আরও বেশি করে হিন্দির ব্যবহার করা ও অন্যদের এ ব্যাপারে উৎসাহিত করার জন্য আমি দেশের আপামর মানুষের আর্জি জানাচ্ছি।’’

এ দিন হিন্দি ভাষার পক্ষে জোর সওয়াল করেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালাও। তাঁর টুইটে লেখেন, ‘‘হিন্দি ভাষাই আমাদের আশা। আমাদের যাবতীয় আকাঙ্খা পূরণের হাতিয়ারও। হিন্দিই সেই ভাষা, যা দেশের সব মানুষকে একজোট করতে পারে।’’ হিন্দি দিবস উপলক্ষে তিনি দেশের হিন্দি ভাষার সব লেখক, কবি ও সাংবাদিককে শুভেচ্ছাও জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE