সব্যসাচীকে মৃদু ভর্ৎসনা

কর্তব্যরত ট্র্যাফির সার্জেন্টকে মেয়রের ভাইঝির হেনস্থাই হোক বা হোটেলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিধায়কের অনুগামীদের গোলমালে নিজের অবস্থানই বজায় রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, হোটেল-কাণ্ডের পরে রাজারহাট-নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্তকে মৃদু ভর্ৎসনা করলেন মমতা। শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর কক্ষে সব্যসাচী দেখা করতে গেলে হোটেল-কাণ্ড নিয়ে প্রশ্ন করেন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০১৫ ০৩:১০
Share:

কর্তব্যরত ট্র্যাফির সার্জেন্টকে মেয়রের ভাইঝির হেনস্থাই হোক বা হোটেলের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিধায়কের অনুগামীদের গোলমালে নিজের অবস্থানই বজায় রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, হোটেল-কাণ্ডের পরে রাজারহাট-নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্তকে মৃদু ভর্ৎসনা করলেন মমতা। শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর কক্ষে সব্যসাচী দেখা করতে গেলে হোটেল-কাণ্ড নিয়ে প্রশ্ন করেন মমতা। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাঁর বাদানুবাদের প্রসঙ্গ সব্যসাচী উল্লেখ করায় স্বভাবোচিত ভঙ্গিতে বিষয়টিকে মুখ্যমন্ত্রী ‘ছোট ঘটনা’ বলে মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী এ ধরনের ঘটনায় অযথা কথা কাটাকাটিতে না জড়ানোর পরামর্শও দেন সব্যসাচীকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন